সত্য চিরন্তনের ভেলা
- শিমুল শুভ্র
ষোল থেকে সতের বালিকা,অনন্ত-যৌবনা বালা,
পাওয়ার তৃষ্ণা,মধু-চন্দ্রিমার অন্তরালে কল্যাণ-দীপ
জ্বালানোর বাসনা জাগে মনে।
ছটপট মানস-রঙ্গিণী হয়ে উঠে মন,
বাসন্তী রং শাড়ী পরার সাধ জাগে, চিত্তে দোলা দেয়।
স্বপ্নে হারায় নিজের অস্তিত্ব,অতৃপ্ত যৌবন-ক্ষুধায়,
হরষণ অনুভবে অধর তিলোত্তমা, তিলে তিলে!!
এ যেন অনন্ত-যৌবনা বালার গোপন প্রকাশ ।
তরুণী বুকে নিত্য উঠে এক অদ্ভুত শিহরণ,
উদগ্র কামনা,অতৃপ্ত বাসনা ছুঁয়ে যায় মন সীমান্তে,
ভাঙা ঢেউ এর মত মিলন সৃষ্টি-কাম, নেশায়।
একুশের পর -অনন্ত যৌবনা বালা, যেন মাঝ দরিয়ার ভাটা,
তরুণীর বুকের ঝড়,অপরূপ গতি যেন,এক নোঙর দেয়া নৌকা,
চেতনার ধারার ভিন্ন গতি,আকাশের যত বায়ু প্রাণ সব যেন ভিন্ন মতি,
সত্য চিরন্তনের ভেলায় এই এক জাগতিক নিয়ম।
ষোল থেকে সতের বালিকা,অনন্ত-যৌবনা বালা,
পাওয়ার তৃষ্ণা,মধু-চন্দ্রিমার অন্তরালে কল্যাণ-দীপ
জ্বালানোর বাসনা জাগে মনে।
ছটপট মানস-রঙ্গিণী হয়ে উঠে মন,
বাসন্তী রং শাড়ী পরার সাধ জাগে, চিত্তে দোলা দেয়।
স্বপ্নে হারায় নিজের অস্তিত্ব,অতৃপ্ত যৌবন-ক্ষুধায়,
হরষণ অনুভবে অধর তিলোত্তমা, তিলে তিলে!!
এ যেন অনন্ত-যৌবনা বালার গোপন প্রকাশ ।
তরুণী বুকে নিত্য উঠে এক অদ্ভুত শিহরণ,
উদগ্র কামনা,অতৃপ্ত বাসনা ছুঁয়ে যায় মন সীমান্তে,
ভাঙা ঢেউ এর মত মিলন সৃষ্টি-কাম, নেশায়।
একুশের পর -অনন্ত যৌবনা বালা, যেন মাঝ দরিয়ার ভাটা,
তরুণীর বুকের ঝড়,অপরূপ গতি যেন,এক নোঙর দেয়া নৌকা,
চেতনার ধারার ভিন্ন গতি,আকাশের যত বায়ু প্রাণ সব যেন ভিন্ন মতি,
সত্য চিরন্তনের ভেলায় এই এক জাগতিক নিয়ম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রামবল্লভ দাস ০১/০৭/২০১৪সত্যিই সুন্দর...পিয়ালি আপনার সাথে আমিও সহমত ।
-
পিয়ালী দত্ত ৩০/০৬/২০১৪সুন্দর...
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৬/২০১৪বাহ সুন্দর ভাবনা। অনেক অনেক অনেননেনেননেনেনেননেনেনেননেননেনেননেনেনেক ভাল লাগল।
-
কবি মোঃ ইকবাল ৩০/০৬/২০১৪বেশ ভালো লেগেছে শিমুল ভাই। চমৎকার ভাবনার লিখনী। শুভ কামনা রইলো কবি।
ভালো থাকুন নিরবধি।
পতায় আসার আমন্ত্রণ। -
মল্লিকা রায় ৩০/০৬/২০১৪ভরে গেল মন প্রাণ সব,শুভেচ্ছা রইলো।