বিজন গ্রামের রমা
- শিমুল শুভ্র
কনের সাজে,রমার বিয়ে,সুজন ওরে,
বিজন গ্রামে,পড়ছে কত ধুম,
ঢাক,ঢোল,আর সানাই বাজে,ঝাকনা তালে,
পাড়া-পড়শির নাইকো যেন ঘুম।
হরিত্বর্ণ শাড়ী পরে কোমর নাচায়,
চাষার মেয়েরা,অস্ত রবির গানে,
সোনা,গয়না রমা'র দেহঙ্গনে,সযতনে,
বিষাদ প্রদীপ জ্বলে সাঁঝের সন্ধ্যাক্ষণে ।
সুজন সখা,রাঙা ঠোঁটের লাল বাঁধনে,
ফোটিয়েছে কত তুলসী মঞ্জরী দুল,
লজ্জা শরমের মাথা খেয়ে,রমা বলেছিলো,
প্রদীপ জ্বালবো,তোমার নামে হারায় যদিও কূল।
মনমাঠখানি আজ শূণ্য খাঁ খাঁ,বিষাদতায়
ঘূর্ণী ধূলী সুরে,বুঝি শিঙায় দিয়ে হাঁকা,
ধূলট মেঘা তুলট মেঘে টলমল করে,
জীবনের পথ কেন এত আঁকাবাঁকা ।
সুজন সখা আসবে বলে এলে নাকো,
পাওয়ার তৃষ্ণায়,মধু-চন্দ্রিমার অন্তরালে,
অর্ধেক রাত কাটালো সখার পানে চেয়ে
ফিঙে বুলবুলি গান গাইলো অন্যতালে ।
সিঁদুর দিলো অচিন হাতে,ললাট রাঙ্গিয়ে,
অধরে অধরে পড়ালো নমঃ
বক্ষ ছিঁড়ে লাঙল চাষলো,সারা নিশিক্ষণে,
নিথর,মন,সব দেহ তমো।
রচনাকাল
১২।০৫।২০১৪
ইউ এ ই।
কনের সাজে,রমার বিয়ে,সুজন ওরে,
বিজন গ্রামে,পড়ছে কত ধুম,
ঢাক,ঢোল,আর সানাই বাজে,ঝাকনা তালে,
পাড়া-পড়শির নাইকো যেন ঘুম।
হরিত্বর্ণ শাড়ী পরে কোমর নাচায়,
চাষার মেয়েরা,অস্ত রবির গানে,
সোনা,গয়না রমা'র দেহঙ্গনে,সযতনে,
বিষাদ প্রদীপ জ্বলে সাঁঝের সন্ধ্যাক্ষণে ।
সুজন সখা,রাঙা ঠোঁটের লাল বাঁধনে,
ফোটিয়েছে কত তুলসী মঞ্জরী দুল,
লজ্জা শরমের মাথা খেয়ে,রমা বলেছিলো,
প্রদীপ জ্বালবো,তোমার নামে হারায় যদিও কূল।
মনমাঠখানি আজ শূণ্য খাঁ খাঁ,বিষাদতায়
ঘূর্ণী ধূলী সুরে,বুঝি শিঙায় দিয়ে হাঁকা,
ধূলট মেঘা তুলট মেঘে টলমল করে,
জীবনের পথ কেন এত আঁকাবাঁকা ।
সুজন সখা আসবে বলে এলে নাকো,
পাওয়ার তৃষ্ণায়,মধু-চন্দ্রিমার অন্তরালে,
অর্ধেক রাত কাটালো সখার পানে চেয়ে
ফিঙে বুলবুলি গান গাইলো অন্যতালে ।
সিঁদুর দিলো অচিন হাতে,ললাট রাঙ্গিয়ে,
অধরে অধরে পড়ালো নমঃ
বক্ষ ছিঁড়ে লাঙল চাষলো,সারা নিশিক্ষণে,
নিথর,মন,সব দেহ তমো।
রচনাকাল
১২।০৫।২০১৪
ইউ এ ই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মারুফা তামান্না ২৯/০৬/২০১৪বেশ ভালো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৬/২০১৪বাহ ভাল লাগল।
-
মোঃ সোহেল মাহমুদ ২৯/০৬/২০১৪ভালো লাগলো পড়ে। দারুন । আমার পাতায় আমন্ত্রণ।
-
কবি মোঃ ইকবাল ২৯/০৬/২০১৪অনেক ভালো লেগেছে ভাইয়া। শুভ কামনা রইলো।
-
আবু সাহেদ সরকার ২৯/০৬/২০১৪সুন্দরের প্রকাশ কবি।
-
জসীম উদ্দীন মুহম্মদ ২৯/০৬/২০১৪মন মাতানো একটা সুন্দর কবিতা লিখেছ শিমুল !!