চোখের মণি
- শিমুল শুভ্র
তোর সোনা বরণ লাল টুকটুক মিষ্টি গালে
পাগল করা মুখের হাসি
ঐ আকাশে ঈষাণ কোণে
জমে আছে সব মেঘ,সুখের জলরাশি ।
তোর হাতের ইশারা পায়ের নাচন তোলে
মমতাময়ী মায়ের কোল,
চুপটি করে চুমুক চুমুকে
ভরিয়ে দিস বক্ষ নদীর উচ্ছ্বাসে ঢেউয়ের রোল।
ওঁয়া ওঁয়া শব্দে প্রাণ ভরিয়ে দিলি সপ্তডিঙায়
খুশির নিশান পাল তুলে,
পঞ্জিকার পাতা সাজালি
আশার ব্যাকারণে,মনে স্বপ্নের উর্বর চর তুলে।
শিল্পীর মত এঁকেছি স্বপ্নগুলো জীবন ডায়রিতে,
রঙিন কাগজে'র গায়,
চোখের মণি হীরার ধ্বনি
তোকে পেয়ে পূর্ণ হলো,জীবন সংসার মোহনায় ।
রচনাকাল
২৪।৬।২০১৪
ইউ এ ই ।
তোর সোনা বরণ লাল টুকটুক মিষ্টি গালে
পাগল করা মুখের হাসি
ঐ আকাশে ঈষাণ কোণে
জমে আছে সব মেঘ,সুখের জলরাশি ।
তোর হাতের ইশারা পায়ের নাচন তোলে
মমতাময়ী মায়ের কোল,
চুপটি করে চুমুক চুমুকে
ভরিয়ে দিস বক্ষ নদীর উচ্ছ্বাসে ঢেউয়ের রোল।
ওঁয়া ওঁয়া শব্দে প্রাণ ভরিয়ে দিলি সপ্তডিঙায়
খুশির নিশান পাল তুলে,
পঞ্জিকার পাতা সাজালি
আশার ব্যাকারণে,মনে স্বপ্নের উর্বর চর তুলে।
শিল্পীর মত এঁকেছি স্বপ্নগুলো জীবন ডায়রিতে,
রঙিন কাগজে'র গায়,
চোখের মণি হীরার ধ্বনি
তোকে পেয়ে পূর্ণ হলো,জীবন সংসার মোহনায় ।
রচনাকাল
২৪।৬।২০১৪
ইউ এ ই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ০৮/০৭/২০১৪খুবই সুন্দর।
-
মল্লিকা রায় ২৬/০৬/২০১৪ভালো লেগেছে।
-
পিয়ালী দত্ত ২৫/০৬/২০১৪খুব ভাল লাগল...
-
আবু সাহেদ সরকার ২৫/০৬/২০১৪সুন্দর ও সাবলিল একটি কবিতা পড়লাম। বেশ ভালো লাগলো।
-
মোঃ সোহেল মাহমুদ ২৪/০৬/২০১৪ভালো লাগলো পড়ে। শুভেচ্ছা রইলো ...
-
মোঃওবায় দুল হক ২৪/০৬/২০১৪অসাধারন কবিতা!খুব ভাললাগল।
আমার পাতায় আমন্ত্রন। -
কবি মোঃ ইকবাল ২৪/০৬/২০১৪বেশ সুন্দর শব্দচয়ন। ভালোবাসার এক অনন্য প্রকাশ। খুব ভালো লেগেছে। শুভ কামনা ভাই।