চাঁদের হাসি (সুখবর)
আজ ঐ আকাশে চাঁদ উঠেছে,
আলো ছড়িয়েছে আমার ঘরে,
বক্ষ মোদের হিম শীতল হলো,
নয়ন মনি তোর পরশ পেয়ে।
মায়ের কোলে তোর মধুর হাসি
রাখালিয়ার মন করা বাঁশির সুর
খুশীর পাপিয়া দিকদিগন্তে নাচে
ভূবন মাতাবি,বাবা যে বহু দূর।
স্রষ্টা পাঠিয়েছেন পুষ্পরেণু ভরে,
নব পুষ্পরাজি প্রস্ফুটিত কুঞ্জরনে,
হৃদয়ের উৎসমুখ তোর আগমনে
মুহূর্তেই পাঁজর ভাসালো প্রাণে।
শ্রাবণে'র গান গেয়ে সুরে ভাসালি
সজল ছায়ায় ঘেরা মৃদু হাওয়ায়,
মাতৃহৃদয় ভরালি সুখের আভায়,
জীবন মুখর,বাবা সুখের মোহনায়।
হে প্রভু তুমি তাদের দেখে রেখো
সুস্থ, শান্তিতে ভরিয়ে রেখো সদা
মিনতি করি তোমার চরণ তলে।
রচনাকাল
ইউ এ ই ।
২২।০৬।২০১৪
আলো ছড়িয়েছে আমার ঘরে,
বক্ষ মোদের হিম শীতল হলো,
নয়ন মনি তোর পরশ পেয়ে।
মায়ের কোলে তোর মধুর হাসি
রাখালিয়ার মন করা বাঁশির সুর
খুশীর পাপিয়া দিকদিগন্তে নাচে
ভূবন মাতাবি,বাবা যে বহু দূর।
স্রষ্টা পাঠিয়েছেন পুষ্পরেণু ভরে,
নব পুষ্পরাজি প্রস্ফুটিত কুঞ্জরনে,
হৃদয়ের উৎসমুখ তোর আগমনে
মুহূর্তেই পাঁজর ভাসালো প্রাণে।
শ্রাবণে'র গান গেয়ে সুরে ভাসালি
সজল ছায়ায় ঘেরা মৃদু হাওয়ায়,
মাতৃহৃদয় ভরালি সুখের আভায়,
জীবন মুখর,বাবা সুখের মোহনায়।
হে প্রভু তুমি তাদের দেখে রেখো
সুস্থ, শান্তিতে ভরিয়ে রেখো সদা
মিনতি করি তোমার চরণ তলে।
রচনাকাল
ইউ এ ই ।
২২।০৬।২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/০৬/২০১৪সত্যিই খুব ভাল
-
আবু সাহেদ সরকার ২৩/০৬/২০১৪এত বড় সুখবর শোনালে কবি। শুনে বেশ আনন্দ পেলাম কবি বন্ধু। আমার আশির্বাদ আপনাদের পরিবারের উপর রইল।
-
কবি মোঃ ইকবাল ২৩/০৬/২০১৪২য় বার পড়লাম। বেশ লাগলো।
অভিনন্দন তোমাকে এবং তোমার সুখী পরিবারকে।
বৌদি ও বাবুর সুস্থতা কামনা করছি।