www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শব্দের পাঁচালী সাহিত্য কথায়

- শিমুল শুভ্র


"ক" লিখতে কলম ভাঙলো কি লিখবো কবিতা,
ভাষার বীরত্ত্বে চিৎপটাং মন ,ঠুন্‌কো মগজের ছবিতা।
কাব্য দিয়ে কবিতা লিখবো,কথক কথন সাজিয়ে,
নিত্যনূতন শব্দের মেলা,খেলা করবে ঢাক ঢোল বাজিয়ে।
ভুলো মনে ডিগ্‌বাজি খাই আচম‌্কায়!কবিতার ছন্দে,
ছন্দে ছন্দে বন্দন মিললে,মন ফক্কি নাচে,কবিতার গন্ধে।
অবুঝ মনে, তর্ক করে,নিরবধি বুদ্ধিশক্তির চালনায়,
কি লিখলে সাহিত্যের আভাস পাবে,ভাষার পরিচালনায়।
ফাঁদ পেতেছি কবিতা লিখবো,অবিশ্রান্ত ঘুমহীন রাতে,
নীরব ঘুট ঘুটে অন্ধকারে,ফুলশয্যায় সাহিত্যের ধারাতে।
তীব্র তপ্ত দীপ্ত নেশায় গড়ে উঠবে, চিত্ত মাতিয়ে কবিতা,
ঘন সুগন্ধ ভেসে বেড়াবে,কবিতার বন্দনে,প্রভাতের রবিতা।
বীণাযন্ত্রের মূর্ছনা সুর,ঝংকার দিবে শব্দে,কবিতার হৃদয়ের তার,
কবিতা তত্ত্ব ভাষার বঙ্কিম দুরগমত্ত্ব সাজাবো,সাহিত্যের গলার হার ।
রাশি রাশি ভরা,প্রাণের আড়শি যাঁরা লিখে গেছেন কবিতার ছাউনি,
আমি সাহিত্যের কাঙাল,ঘন বরষায়,হামাগুড়ি দেয় অবুঝ হৃদয়খানি।
ছিঁড়ে ছিঁড়ে নিই আবেগ থেকে,দুনিয়ার,কত যে কল্প কথন,
আঁখিকোণে স্বপ্ন আঁকি,মাঝ নিশিতে,শব্দ কে করি যতন।
লাইনের পর লাইন তৃণটি আঁকড়ে ধরি,ভাবের ঘরে কারাই বাস,
উজার করা ভালোবাসার জালে বন্ধি করি,মনে থাকে যত আঁশ ।
ক্ষণে ক্ষণে কবিতা'র আঁচল ছিঁড়ে বসি,ভাবের কাঁকন ভেঙেছে হায়!!
ছন্দ হাসে ফোঁকলা দাঁতে,দীঘল বরষে ভিজে, কবি যে নিরুপাই।
সাদা কাগজে কলমী ফুল ফোটে,রাঙা মুখে,সিন্দুর পরা শব্দবালা,
আয় বুকে আয় ওরে শব্দ পাঁচালী,সাহিত্যকথা বানাই,সুতাহীন মালা।

রচনাকাল
১৮।০৫।২০১৪
ইউ এ ই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast