প্রেমের আভা
- শিমুল শুভ্র
মধুময় সুখ,প্রেমের আভায়,ঘ্রাণ মেখেছি মনে
খুশির শোভায়,প্রেমের ডোবায় ঝাপ দিয়েছি তোমার সনে।
সুর,লয় আজ তালে মাতাল,স্বরলিপির বাঁকে,
ভাবের মানচিত্র এঁকেছি মনে,তুমি আছ যে মোর সাথে ।
জনম জনম ,যুগে যুগে,এই প্রেম রবে অনিবার
চিরকাল মুগ্ধ হবো,এই বন্দন, গাঁথবো গীতহার ।
মিলনমধুর গুপ্ত লাজে নিত্যনতুন সাজ ,
তিমিররজনী তোমার মুরতি, অবাক করবে স্বপ্নের মাঝ ।
যুগলপ্রেমের স্রোতে ভাসবো,নিখিল প্রাণের প্রীতি,
আহরণ করবো রাশি রাশি সুখ,সফল প্রেমের গীতি ।
চিত্ত তোমার হবে উদাস,আমার কোমল প্রাণে ,
সীমার বাঁধন পেরিয়ে যাব ভালোবাসার আকিঞ্চনে।
জ্যোতিসমুদ্রের মাঝে তোমায় ভাসাবো শতদল পদ্ম রাজে,
অপরূপ পরশে ধংসিত হব,মধুমাখা প্রেমের মাঝে ।
তুষারখচিত সিক্ত মাঠে, হৃৎপিণ্ড উদ্দাম,
ইঙ্গিত দিয়েছে উষ্ণ ছোঁয়ায় মন অবিরাম।
ধমনীর প্রলাপ,শিরায় রক্তের স্রোত বয়ে যাই অনর্গল,
সহিষ্ণু হৃদয় চেরাপুঞ্জি আঁটে মূর্ত শিহরণ পল পল।
মনে তরঙ্গিত প্রেমের, দুর্বহ দম্ভ,সুখের শ্লথে ভাসে,
সীমানায় ভিড়িয়ে আশার পুঞ্জ সুপ্ত সুখের আঁশে ।
সাম্রাজ্যস্বপ্ন মনের কুটীরে উদ্ভাসিত উদ্দ্যান,
স্পর্শে কাতর প্রকম্পিত লেলিহ জিহ্ব উল্লাসে তপ্ততান।
প্রেম নেশার বিস্ফোরণে বিস্ফোরিত অন্তর,
কোমল মন ছোঁয়ার অগ্ন্যুৎপাতে,স্নিগ্ধপরশ সুখ ঝরঝর ।
রচনাকাল
০৩।০৬।২০১৪
ইউ এ ই।
মধুময় সুখ,প্রেমের আভায়,ঘ্রাণ মেখেছি মনে
খুশির শোভায়,প্রেমের ডোবায় ঝাপ দিয়েছি তোমার সনে।
সুর,লয় আজ তালে মাতাল,স্বরলিপির বাঁকে,
ভাবের মানচিত্র এঁকেছি মনে,তুমি আছ যে মোর সাথে ।
জনম জনম ,যুগে যুগে,এই প্রেম রবে অনিবার
চিরকাল মুগ্ধ হবো,এই বন্দন, গাঁথবো গীতহার ।
মিলনমধুর গুপ্ত লাজে নিত্যনতুন সাজ ,
তিমিররজনী তোমার মুরতি, অবাক করবে স্বপ্নের মাঝ ।
যুগলপ্রেমের স্রোতে ভাসবো,নিখিল প্রাণের প্রীতি,
আহরণ করবো রাশি রাশি সুখ,সফল প্রেমের গীতি ।
চিত্ত তোমার হবে উদাস,আমার কোমল প্রাণে ,
সীমার বাঁধন পেরিয়ে যাব ভালোবাসার আকিঞ্চনে।
জ্যোতিসমুদ্রের মাঝে তোমায় ভাসাবো শতদল পদ্ম রাজে,
অপরূপ পরশে ধংসিত হব,মধুমাখা প্রেমের মাঝে ।
তুষারখচিত সিক্ত মাঠে, হৃৎপিণ্ড উদ্দাম,
ইঙ্গিত দিয়েছে উষ্ণ ছোঁয়ায় মন অবিরাম।
ধমনীর প্রলাপ,শিরায় রক্তের স্রোত বয়ে যাই অনর্গল,
সহিষ্ণু হৃদয় চেরাপুঞ্জি আঁটে মূর্ত শিহরণ পল পল।
মনে তরঙ্গিত প্রেমের, দুর্বহ দম্ভ,সুখের শ্লথে ভাসে,
সীমানায় ভিড়িয়ে আশার পুঞ্জ সুপ্ত সুখের আঁশে ।
সাম্রাজ্যস্বপ্ন মনের কুটীরে উদ্ভাসিত উদ্দ্যান,
স্পর্শে কাতর প্রকম্পিত লেলিহ জিহ্ব উল্লাসে তপ্ততান।
প্রেম নেশার বিস্ফোরণে বিস্ফোরিত অন্তর,
কোমল মন ছোঁয়ার অগ্ন্যুৎপাতে,স্নিগ্ধপরশ সুখ ঝরঝর ।
রচনাকাল
০৩।০৬।২০১৪
ইউ এ ই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ০৭/০৬/২০১৪
-
কবি মোঃ ইকবাল ০৬/০৬/২০১৪ভাই তোমার কাব্য মানেই নিখুঁত সৃষ্টি।
অসাধারন কাব্যিকতায় লিখা। -
টি আই রাজন ০৬/০৬/২০১৪বরাবরই আপনার লেখা ভাল লাগতো। আজও ব্যতিক্রম নয়। ভাল থাকুন। আমার পাতায় স্বাগতম।
বেশ ভালো লাগলো।