রূপের মুগ্ধ সমীকরণ
ও হে মালঞ্চের চঞ্চল আঁচল,
সৌন্দর্যে ভুলায়,থর থর অবিচল,
অগোছালো পাটি,
কুঞ্জবনে মাধবীমঞ্জরি পরশ ঘাঁটি।
রূপের তারন্যে করে হৃদয় হরণ,
মনে প্রেমের সমীকরণ,
গভীর নিবিড়তায় অঙ্গের মোহ বাঁধন,
অপূর্ব অদ্ভুত আঁখির নিশি জাগরণ।
ক্ষণে ক্ষণে সংকেতে,
লাজে বাঁধা মনে,মৃদু হাসে অনিকেত,
অন্তরের বানে,উষ্ণ উচাটন নিশিক্ষণে,
হীরামুক্তা মানে,সঙ্গী সাধনে,
শিশিরের ভেজা ঘাসে,মনের সুবাসে,
হেমন্তের সুর সখার,জ্যোত্স্নার শ্বাসে।
স্বপ্ন আঁকে নিরবিলি,
সাধ মিটে না মনে সুমধুর ফালি,
ক্লান্তসন্ধ্যা আকাশের সূর্যের কুয়াশা,
সৌন্দর্যদূত কাঁদে হরষা
বার্তাকু মনে,মায়াবী অধর অম্বর-পানে,
ইন্দ্রধনুচ্ছটা দেখে কোমল বক্ষ টানে,
জীবন যৌবন ধাবমান,
মানস-রঙ্গিণী মুখে উচ্ছ্বাসিত সুখটান,
মাধবী মুখের রূপ যেন অপলক শান।
অন্তরজুড়ে
করালগ্রাসী স্রোতে,নিশির বাহুডোরে,
ভালোবাসা,আর ভালোবাসায় যেন প্রাণ।
রচনাকাল
১৪।০৫।২০১৪
ইউ এ ই ।
সৌন্দর্যে ভুলায়,থর থর অবিচল,
অগোছালো পাটি,
কুঞ্জবনে মাধবীমঞ্জরি পরশ ঘাঁটি।
রূপের তারন্যে করে হৃদয় হরণ,
মনে প্রেমের সমীকরণ,
গভীর নিবিড়তায় অঙ্গের মোহ বাঁধন,
অপূর্ব অদ্ভুত আঁখির নিশি জাগরণ।
ক্ষণে ক্ষণে সংকেতে,
লাজে বাঁধা মনে,মৃদু হাসে অনিকেত,
অন্তরের বানে,উষ্ণ উচাটন নিশিক্ষণে,
হীরামুক্তা মানে,সঙ্গী সাধনে,
শিশিরের ভেজা ঘাসে,মনের সুবাসে,
হেমন্তের সুর সখার,জ্যোত্স্নার শ্বাসে।
স্বপ্ন আঁকে নিরবিলি,
সাধ মিটে না মনে সুমধুর ফালি,
ক্লান্তসন্ধ্যা আকাশের সূর্যের কুয়াশা,
সৌন্দর্যদূত কাঁদে হরষা
বার্তাকু মনে,মায়াবী অধর অম্বর-পানে,
ইন্দ্রধনুচ্ছটা দেখে কোমল বক্ষ টানে,
জীবন যৌবন ধাবমান,
মানস-রঙ্গিণী মুখে উচ্ছ্বাসিত সুখটান,
মাধবী মুখের রূপ যেন অপলক শান।
অন্তরজুড়ে
করালগ্রাসী স্রোতে,নিশির বাহুডোরে,
ভালোবাসা,আর ভালোবাসায় যেন প্রাণ।
রচনাকাল
১৪।০৫।২০১৪
ইউ এ ই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শূন্য ৩১/০৫/২০১৪
-
তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪দাদা আপনাকে এখানে পেয়ে অনেক ভাল লাগল
শুভেচ্ছা রইল -
জোছনা ভেজা মন ৩১/০৫/২০১৪apni ekhane o apni ki chan na kobi hisabe kothao giye ektu porichiti lav kori... jai hok apnar valo lekha gulo ekhane deben na. tahle sabai bujhe jabe j amar the ke koti koti gun valo kobi ae asore ache. jai hok ae asore ami apnake swagato janai. kobita apnar onno kobita gulor motoi mugdho kar.. parle asben amar patay.
-
আব্দুল বাসিত জাহেদ ৩১/০৫/২০১৪valo laglo besh.
-
কবি মোঃ ইকবাল ৩০/০৫/২০১৪শিমুল আপনাকে এখানে পেয়ে অনেক ভালো লাগলো।
-
টি আই রাজন ৩০/০৫/২০১৪শিমুল ভাই আমি বরাবরই আপনার কবিতার পাঠক। ভাল লাগলো অনেক। আমার পাতায় আমন্ত্রণ।
করালগ্রাসী স্রোতে, নিশির বাহুডোরে,
ভালোবাসা, আর ভালোবাসায় যেন প্রাণ।_
কিছু বলার ভাষা পাচ্ছি না। শুধু ভালোলাগাটা নিশ্চুপে দিয়ে গেলাম।
পরিচিত তেমন কাউকে পাচ্ছিলাম না এখানে। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে।
একটা গল্প লিখেছি। সময় পেলে আসবেন।
কাঁচা হাতের লেখা।