www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিরন্তর প্রতীক্ষা

ছেলে - এখন অনেক রাত
কোথাও কেউ জেগে নেই
সমস্ত বাড়ির আঙিনাটা স্তব্ধ
হয়ে আছে
দুু'চারটে ঝিঁ ঝিঁ পোকা ডাকছে
আখিঁ যুগলে নেই ঘুমের ছায়া
ঘুম যেন অভিমান করেছে
আজ আর দেখা মিলবে না
নিঘূর্ম কেটে যাবে সারাটি রাত
কারণ শুধু একটাই
তোমাকে বিষন মনে পড়েছে,মা।
দক্ষিনা জানালা খুলে দিয়েছি
দেখবো চাঁদে তোমার মায়াবী মুখ।
তোমাকে আজ দেখবো বলে,মা
চাঁদটা যেন আমার
সাথে খেলা করতেছে
মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে মেঘের
আড়ালে।
এই দৃশ্য দেখে
আমার হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়ে গেছে
মনের ভেতর তোমার পুরনো
স্মৃতি গুলো খেলা শুরু করেছে।
তোমাকে আজ খুব মনে পড়ছে,মা
আজ তুমি যদি আমার পাশে থাকতে
মা বলো তো,তুমি আমাকে
একলা ফেলে কেন চলে গেলে?
কেন চলে গেলে?
আজ অনেক দিন পরে
তোমায় নিয়ে লিখতে বসেছি,মা
মনের ভেতর হাজার প্রশ্নের জন্ম
নিয়েছে আজ।
কি লিখছো,কি ভাবছো
বেশি রাত জাগতে নেই
বিকেলে মাঠে যাবে,সন্ধার
আগে বাসায়
রাতে লিখে না বাবা,রাতে পড়তে হয়
এছাড়া আরো কত কি ???
তুমি তো বেশ ভালো করেই জান
এই প্রশ্নের উত্তর আমি দিতে পারেনি
কোনো দিন দেওয়ার চেষ্টা ও
করেনি।
মা,তোমাকে আজ খুব মনে পড়েছে
তোমার দেওয়া উপদেশগুলো
আজো আমাকে তাড়ায়
ঘুমোতে দেয় না ঠিকমতো
পড়তে দেয়না,হাটতে দেয়না
বারবার মাথায় আঘাত করে।
মা,আজ তোমায় খুব মিস করছি।
মাগো,তুমি বলে দেওনা
আমাকে যেন আর তাড়া না করে
আমাকে একটু
শান্তিতে থাকতে দাও।।
মা - তুমি আমার
কথা শোনোনি কোনদিন
কোন দিন চেষ্টা পর্যন্ত করলে না।
তুমি পেয়ে টুকটুকে বউ
গেছো ভুলে আমাকে।
আমি কেমন আছি? কি করছি?
একাএকা থাকতে কেমন লাগে?
জানতে চাইলে না কোনদিন
জানতে চাইলে না....
একা একা কি করছি আপন মনে?
জানো বাবা,তখন তোমাকে
আমি সবচেয়ে বেশি মিস
করে ছিলাম
তুমি তখন থাকতে সুদূর ঢাকা তে
আর আমি অজপাড়া গাঁয।
তোমাকে দিয়েছিলাম
বাহান্নটা চিঠি
আমার নিজ হাতে লিখে
কিন্তু আমি পাইনি একটিও।
একদিন হঠাৎ আমি চলে এলাম
বাঁশবাগানের নিচে,মিশে গেছি
মাটির সাথে;ভারী বন্ধুত্ব্ব
হয়ে গেছে
বাঁশ,পাটি,মাটি,একখান সাদা
ধবধবে কাপড়ের সাথে.....।
বাবা জানো,তোমার কথা বলেছি
আমার সব বন্ধুদের সাথে
তোমার কথা শুনে শুনে; সবাই শুধু
অট্ট হাসি হাসে;আমার খুব খারাপ
লাগে
তাদের কে কিছুই বলি না
জানো কেন? জানো
অভিমান করে যদি সবাই দূরে চলে যায়
আমি তো তখন বিষন একলা হয়ে যাবো।
তুমি ভালো থাকো খোকা
আজ তবে এখানেই........।।

__________ সরকারী সফর
আলী কলেজ;আড়াইহাজার,নারায়নগঞ্জ
-- ০৭/০২/২০১৪ ___ রাত ১২:২৫
মিঃ _____________
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast