তোমাকে দেখবো বলে
অনেক দিনের ইচ্ছে
সূর্যের ডুব ডুব
রক্ত রাঙ্গা অস্তিমজ্জা দেখবো
মেঘনার পাড়ে দাঁড়িয়ে
খুব কাছ থেকে.......।
শুনেছি সেই রক্তিমতায়
মিশে আছো তুমি
তাই নাকি রক্তিমতা তার আসল রুপ
নিয়ে
মেঘনার স্বচ্ছ পানিতে নামে।
তাই অনেক ইচ্ছে নিয়ে
প্রতীক্ষার প্রহর গুনে গুনে
সেদিন গিয়েছিলাম মেঘনার পাড়ে
রক্তিমতার
মাঝে তোমাকে দেখবো বলে।
ইচ্ছে ছিল তোমার কাছে বলবো
না বলা কিছু কথা,
আর শুনাবো তোমাকে দেখার
প্রবল ইচ্ছার গল্প গুলো.......।
কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না
আমি যেদিন তোমায়
দেখতে গিয়েছিলাম
সেদিন যে ছিল প্রবল মেঘাচ্ছন্ন
সেদিন তোমার অস্তিত্ব আসেনি।
তবে আজ দেখতে পারিনি, কাল
দেখবো
তবুও রক্তিমতার মাঝে তোমায়
দেখবো।
তোমাকে বলবো না বলা কথা
শুনাবো ইচ্ছার গল্প গুলো......।।।
- সরকারী সফর আলী কলেজ;
আড়াইহাজার, নারায়নগঞ্জ
০৭/০২/২০১৪, রাত : ১১:৩৫ মিঃ
সূর্যের ডুব ডুব
রক্ত রাঙ্গা অস্তিমজ্জা দেখবো
মেঘনার পাড়ে দাঁড়িয়ে
খুব কাছ থেকে.......।
শুনেছি সেই রক্তিমতায়
মিশে আছো তুমি
তাই নাকি রক্তিমতা তার আসল রুপ
নিয়ে
মেঘনার স্বচ্ছ পানিতে নামে।
তাই অনেক ইচ্ছে নিয়ে
প্রতীক্ষার প্রহর গুনে গুনে
সেদিন গিয়েছিলাম মেঘনার পাড়ে
রক্তিমতার
মাঝে তোমাকে দেখবো বলে।
ইচ্ছে ছিল তোমার কাছে বলবো
না বলা কিছু কথা,
আর শুনাবো তোমাকে দেখার
প্রবল ইচ্ছার গল্প গুলো.......।
কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না
আমি যেদিন তোমায়
দেখতে গিয়েছিলাম
সেদিন যে ছিল প্রবল মেঘাচ্ছন্ন
সেদিন তোমার অস্তিত্ব আসেনি।
তবে আজ দেখতে পারিনি, কাল
দেখবো
তবুও রক্তিমতার মাঝে তোমায়
দেখবো।
তোমাকে বলবো না বলা কথা
শুনাবো ইচ্ছার গল্প গুলো......।।।
- সরকারী সফর আলী কলেজ;
আড়াইহাজার, নারায়নগঞ্জ
০৭/০২/২০১৪, রাত : ১১:৩৫ মিঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।