ভাষার গল্প
ফেব্রুয়ারির একুশ তারিখ, নেই
কি কারো মনে?
শহীদ যারা হয়েছিল সেই বাহান্ন
সনে।
মাতৃভাষার তরে যারা বিলিয়ে দিল
প্রাণ।
রক্ত দিয়ে রাখল যারা
বাংলাদেশের নাম ।।
পাকবাহিনীর অত্যাচারে শহীদ হল
যারা;
বাংলা মায়ের মান রাখিতে হল
পাগল পারা
শহীদ হল বরকত,সালাম,শহীদ হল রফিক
শহীদ হল জব্বার ভাই
শহীদ হল শফিক।।
তাদের রক্তে রাঙা এ
মাটিতে ঘুমিয়ে তারা
রক্তে তাদের
রয়ে গেছে,রয়েছে ঝর্ণা ধারা
সারা বিস্ব করেছি ভ্রমন পাইনি খুজে
এমন দেশ____
সে দেশ আমার প্রিয় দেশ,
প্রিয় সোনার বাংলাদেশ।।
সরকারী সফর আলী কলেজ, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
উৎসর্গঃ ভাষা শহীদদের স্মরনে
কি কারো মনে?
শহীদ যারা হয়েছিল সেই বাহান্ন
সনে।
মাতৃভাষার তরে যারা বিলিয়ে দিল
প্রাণ।
রক্ত দিয়ে রাখল যারা
বাংলাদেশের নাম ।।
পাকবাহিনীর অত্যাচারে শহীদ হল
যারা;
বাংলা মায়ের মান রাখিতে হল
পাগল পারা
শহীদ হল বরকত,সালাম,শহীদ হল রফিক
শহীদ হল জব্বার ভাই
শহীদ হল শফিক।।
তাদের রক্তে রাঙা এ
মাটিতে ঘুমিয়ে তারা
রক্তে তাদের
রয়ে গেছে,রয়েছে ঝর্ণা ধারা
সারা বিস্ব করেছি ভ্রমন পাইনি খুজে
এমন দেশ____
সে দেশ আমার প্রিয় দেশ,
প্রিয় সোনার বাংলাদেশ।।
সরকারী সফর আলী কলেজ, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
উৎসর্গঃ ভাষা শহীদদের স্মরনে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।