www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের স্বার্থপরতা

সৎ সঙ্গে সর্গ বাস অসৎ সঙ্গে নরকবাস। বাংলার মুঘল সম্রাজ্য ভেঙে ফেলে ব্রিটিশরা যে আমাদের প্রায় দুই শত বছর শাসন করেছিল সে ইতিহাস আমরা শুধু পড়ার জন্যেই পড়েছি জানার জন্য না।
ব্রিটিশদের ঐ দুই'শ বছর টিকিয়ে রাখতে কম ঘাম ঝড়াতে হয় নি।
বছর বছর গভর্নর পরিবর্তন,নতুন নতুন আইন,দমন নীতি,পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি ইত্যাদি সবই ছিল ক্ষমতা ধরে রাখার জন্য।

এ দুইশ বছর তারা যে শুধু ঔপনিবেশ টিকিয়ে রাখছে বা আমরা শুধু তাদের থেকে শ্বাসিত হয়েছি সেটা কোন চিন্তাশীল মানুষের বলা ঠিক হবে না।

ডেনমার্ক,ওলন্দাজ,ফরাসি,সুইডিশ,ব্রিটিশ সবাই চেয়েছে স্বার্থ হাসিল করতে হবে যে কোন মূল্যে।

তাদের এই মোনভাব-ই হয়ত আজও পুজি করে রেখে দিয়েছে বাঙালী,যার জন্য-ই রাস্তায় ১০ টাকা পরে থাকতে দেখলেই চোখ বুজে আগে পকেটে নিয়ে পরে আশে পাশে তাকায়।
নীতি নৈতিকতার বালায় ফেলে দিয়ে শুধুই স্বার্থ!

বাস্তবতা হলো এখন আমি বড় বড় লেকচার দেওয়া আমি রাস্তায় পরে থাকা ১০ টাকা হয়ত উঠাবো না কিন্তু ১০০০ টাকার নোট যদি থাকে?
😓
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast