মেঘ পাহাড়ের গল্প
.
কোন এক ফাগুনের দিনে পাহাড়ের বুকে নেমে এসে মেঘ বললো
--- তোকে ভালোবাসি,
মেঘের কথায় রাজী হয়ে মেঘকে বুকের কাছে ঠাই দিয়ে দিল পাহাড়,
দুজনের স্পর্শে সৃষ্টি হলো দিগন্ত। ভালোবাসার সমান্তরাল রেখা একে দুজনে মিশে গেল দুজনার মাঝে।
কোন এক শ্রাবণের দিন,
মেঘ এসে পাহাড় কে বললো
আজ
বিকেলে তুমি লাল শাড়ি
পড়ে থাকবে। কপালে দিবে লাল টিপ,
আমি এসে তোমাকে বিয়ে
করে নিয়ে যাব।
মেঘের কথামত লাল টুকটুকে বেনারসিতে জড়িয়ে কপালে লাল টিপ একে মেঘের জন্য অপেক্ষা করতে লাগলো পাহাড়,
অপেক্ষার দীর্ঘ প্রহর যেন আর ফুরোয় না, হঠাত করেই অন্ধকার নেমে এলো চারপাশে,
মেঘ- বৃষ্টির মিলন হলো , সেই আনন্দে আকাশের বুক চিরে আতশবাজি রূপে নেমে এলো বজ্রপাত, হঠাত করেই
একটি বজ্র এসে,পাহাড়ের
কানে কানে
বলে গেল যে, একটু আগে
মেঘে'র সাথে
মিলন হয়েছে বৃষ্টির।
একথা শুনে
পাহাড়ের বুক চিরে নেমে
আসতে লাগলো কান্না
যা আজ ও
ঝরনা হয়ে ঝরছে।
কোন এক ফাগুনের দিনে পাহাড়ের বুকে নেমে এসে মেঘ বললো
--- তোকে ভালোবাসি,
মেঘের কথায় রাজী হয়ে মেঘকে বুকের কাছে ঠাই দিয়ে দিল পাহাড়,
দুজনের স্পর্শে সৃষ্টি হলো দিগন্ত। ভালোবাসার সমান্তরাল রেখা একে দুজনে মিশে গেল দুজনার মাঝে।
কোন এক শ্রাবণের দিন,
মেঘ এসে পাহাড় কে বললো
আজ
বিকেলে তুমি লাল শাড়ি
পড়ে থাকবে। কপালে দিবে লাল টিপ,
আমি এসে তোমাকে বিয়ে
করে নিয়ে যাব।
মেঘের কথামত লাল টুকটুকে বেনারসিতে জড়িয়ে কপালে লাল টিপ একে মেঘের জন্য অপেক্ষা করতে লাগলো পাহাড়,
অপেক্ষার দীর্ঘ প্রহর যেন আর ফুরোয় না, হঠাত করেই অন্ধকার নেমে এলো চারপাশে,
মেঘ- বৃষ্টির মিলন হলো , সেই আনন্দে আকাশের বুক চিরে আতশবাজি রূপে নেমে এলো বজ্রপাত, হঠাত করেই
একটি বজ্র এসে,পাহাড়ের
কানে কানে
বলে গেল যে, একটু আগে
মেঘে'র সাথে
মিলন হয়েছে বৃষ্টির।
একথা শুনে
পাহাড়ের বুক চিরে নেমে
আসতে লাগলো কান্না
যা আজ ও
ঝরনা হয়ে ঝরছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাবেয়া মৌসুমী ২৫/০৪/২০১৭এটা কি কিচ্ছে?