www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজব স্বপ্ন

একদিন স্বপ্নে
দেখি আমি আকাশে।
মেঘকে ধরতে
পারছি। ওখানে
একটা হোটেল
দেখতে পাই, নাম
স্কাই হোটেল।
তাকিয়ে দেখি
হোটেলের আশপাশে
আরও অনেক দোকান
আছে। কেকের
দোকান, পিৎজার
দোকান।
আমি স্কাই হোটেলে
থাকলাম। ওখানে
আবার ওয়াই-ফাই
নেটওয়ার্ক অনেক
ভালো। আমি মাকে
ফোন করে বললাম,
‘মা, আমি লামিসা।
এখন আকাশে আছি।
দুই দিন পরে চলে
আসব। আমার জন্য
চিন্তা কোরো না।
আমি ভালো আছি।’
তারপর আকাশে
অনেক মজা করলাম।
গেলাম চাঁদে বেড়াতে।
চাঁদে অনেক ঘুরলাম,
তারপর আবার
হোটেলে চলে এলাম।
ওমা! হোটেলে এসে
দেখি আমার বড়
বোন লামিয়া, বড়
ভাই রিফাত ও
আমার বন্ধু
সুমাইয়া। ওরা চলে
এসেছে।
আমরা আকাশে ঘুরে
ঘুরে সেলফি
তুললাম। তারপর
বাসার উদ্দেশে
রওনা দিলাম। যে
গাড়ি দিয়ে আমরা
বাসায় ফিরছিলাম,
ওটা ছিল আমাদের
জন্য আরেকটা
সারপ্রাইজ। কারণ,
সেই গাড়িতে বসা
ছিল আমার ছোট
ভাই রাফিন। রিফাত
আর রাফিন আমার
কাজিন।
আমি, আপু, রিফাত,
রাফিন ও সুমাইয়া
মিলে ওই গাড়িতে
চড়ে বাসায় ফিরে
এলাম। এমন সময় ঘুম
ভেঙে গেল।
ঘুম ভেঙে যাওয়ার
পর মনে হলো আর
একটু যদি ঘুমাতে
পারতাম, তাহলে
স্বপ্নটা আরেকটু
দেখতে পেতাম।
====================
লেখকঃ নিশাত
তাবাসসুম।
চতুর্থ শ্রেণি,
বিয়াম ল্যাবরেটরি
স্কুল, ঢাকা।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • লেখাটা কি অন্য কারুর ? আপনার নামটা ছদ্মনাম বলে প্রশ্নটা করলাম। দয়া করে সাইটের নিয়মাবলী দেখে নিন। গল্প লিখতে গেলে , সাজিয়ে লিখুন , লাইন ভেঙ্গে লিখবেন না।
  • খারাপ না।।লিখাটা গঠন মূলক বটে।
 
Quantcast