www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের জয় গান

প্রেমের জয় গান গাইব আমি
গাইব তোমার শান,
প্রেমে হল সৃষ্টি জাহান
সৃষ্টি সেই মহান ।
প্রেমে সৃষ্টি করলে মানব
গড়লে অবয়ব,
তার জাগনে ঢুকলে তুমি
নিজেই খোদা রব ।
তোমার প্রেমে নিত্য খেলে
সাধকের স্বরান,
তোমার প্রেমের পাগল দেখো
আউলিয়াদের প্রান ।
তোমার প্রেমের ইশারাতে
চাঁদ যে ফাটিল,
তোমার প্রেমের ক্রিয়া
নীল নদে ঘটিল ।
তোমার প্রেমের পাগল যারা
রুহানিতে আছে তারা,
নুরের তুপি মাথায় দিয়া
প্রেমের বাগিচায় ।
গাইব আমি গাইব তোমার
প্রেমেরি জয় গান,
যতদিন আছে তোমার
দয়ায় দেয়া প্রাণ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast