প্রেমের টান
প্রেমের টান বুঝতে হলে
কুরআন পড় ভাই,
প্রেমের টানে গড়ল আকাশ
গড়ল জগৎ শাঁই ।
প্রেমের টানে ঘর ছাড়িল
ছাড়ল আপন ভূমি,
প্রেমের টানে সাধক পুরুষ
জালাল উদ্দিন রুমি ।
প্রেমের টানে নামাজ পড়ে
শুন্যে জায়নামাজ,
প্রেমের টানে আগুন হল
স্নিগ্ধ ফুলের সাঁজ ।
প্রেমের টানে মরুর বুকে
মুহূর্তে হয় কূপ,
সেই প্রেম শিখিব আমি
বুঝতে প্রেমের রূপ ।
প্রয়োজনে নিঃস্ব হব
দিয়ে দেব জান,
তার সাথে করতে আমার
ঐশী প্রেমের টান ।
কুরআন পড় ভাই,
প্রেমের টানে গড়ল আকাশ
গড়ল জগৎ শাঁই ।
প্রেমের টানে ঘর ছাড়িল
ছাড়ল আপন ভূমি,
প্রেমের টানে সাধক পুরুষ
জালাল উদ্দিন রুমি ।
প্রেমের টানে নামাজ পড়ে
শুন্যে জায়নামাজ,
প্রেমের টানে আগুন হল
স্নিগ্ধ ফুলের সাঁজ ।
প্রেমের টানে মরুর বুকে
মুহূর্তে হয় কূপ,
সেই প্রেম শিখিব আমি
বুঝতে প্রেমের রূপ ।
প্রয়োজনে নিঃস্ব হব
দিয়ে দেব জান,
তার সাথে করতে আমার
ঐশী প্রেমের টান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌম্যকান্তি চক্রবর্তী ২৭/০৬/২০১৭বাহ্ দারুণ লিখেছেন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৬/২০১৭এটাইতো প্রেম!
-
সাঁঝের তারা ২৬/০৬/২০১৭ভাল