প্রার্থনা
প্রার্থনায় রত আছি
সাথে সত্ত্বা প্রাণ হিয়া,
শুনেছি তোমায়
দেখিনি কভু
নিজ চক্ষু দিয়া,
এ চোখের কি আর
জ্যোতি আছে
বুঝবে তোমার ক্রিয়া ।
দিয়েছিলে তুমি যে জ্যোতি
এ চোখের মাঝে,
নষ্ট করেছি আমি তা
নিত্য পাপাচারে ।
শুনেছি তোমার
কোমল হৃদয়
তোমার বন্ধুর বোলে,
পাপী আমি
পানাহা চাই
প্রার্থনার কোলে ।
সাথে সত্ত্বা প্রাণ হিয়া,
শুনেছি তোমায়
দেখিনি কভু
নিজ চক্ষু দিয়া,
এ চোখের কি আর
জ্যোতি আছে
বুঝবে তোমার ক্রিয়া ।
দিয়েছিলে তুমি যে জ্যোতি
এ চোখের মাঝে,
নষ্ট করেছি আমি তা
নিত্য পাপাচারে ।
শুনেছি তোমার
কোমল হৃদয়
তোমার বন্ধুর বোলে,
পাপী আমি
পানাহা চাই
প্রার্থনার কোলে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৬/০৬/২০১৭খুব ভাল ...
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৬/২০১৭ভালো।
-
অর্ক রায়হান ২৫/০৬/২০১৭সরল ও সুন্দর।
-
মোনালিসা ২৫/০৬/২০১৭বাঃ বাঃ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৬/২০১৭বা!