প্রেম
প্রেম তুমি এসো
আমার কাজের ভিতরে,
প্রেম তুমি এসো
আমার চলার ভিতরে,
প্রেম তুমি এসো
আমার বলার ভিতরে,
প্রেম তুমি এসো
আমার অন্তরের ভিতরে,
যে ভাবেতে এসেছিলে আদি মানবে ।
প্রেম তুমি এসো
বাবা-মায়ের সেবাতে,
প্রেম তুমি এসো
আমার স্বজন সেবাতে,
প্রেম তুমি এসো
আমার পড়শি সেবাতে,
প্রেম তুমি এসো
আমার চোখের চাহুনিতে,
যে ভাবেতে এসেছিলে
মজনুর চোখেতে ।
প্রেম তোমার আশায় আছে
এই অধমে চেয়ে,
প্রেমের রাজ্যে যাব আমি
প্রেমের তরী বেয়ে ।
আমার কাজের ভিতরে,
প্রেম তুমি এসো
আমার চলার ভিতরে,
প্রেম তুমি এসো
আমার বলার ভিতরে,
প্রেম তুমি এসো
আমার অন্তরের ভিতরে,
যে ভাবেতে এসেছিলে আদি মানবে ।
প্রেম তুমি এসো
বাবা-মায়ের সেবাতে,
প্রেম তুমি এসো
আমার স্বজন সেবাতে,
প্রেম তুমি এসো
আমার পড়শি সেবাতে,
প্রেম তুমি এসো
আমার চোখের চাহুনিতে,
যে ভাবেতে এসেছিলে
মজনুর চোখেতে ।
প্রেম তোমার আশায় আছে
এই অধমে চেয়ে,
প্রেমের রাজ্যে যাব আমি
প্রেমের তরী বেয়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৬/২০১৭প্রেম আসবেই।
-
সাঁঝের তারা ২৬/০৬/২০১৭সুন্দর!