www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গাড়ি

আমি একটা মাটির খাঁচায়
দুই চাকার গাড়ি,
সেই গাড়িতে চরে যাব
মহাজন সাঁইর বাড়ি ।
হেথায় তিনি বসে আছেন
দাঁড়িপাল্লা নিয়া,
ঐ খানেতে যাচাই হব
আমলনামা দিয়া ।
গাড়িখানা পরে আছে
মোহ মায়ার ভিতর,
এদিক ওদিক ঘুরে বেড়ায়
এই ভব চতুর ।
গাড়ির ভিতর ক্ষয় হয়েছে
জং ধরেছে বেশ,
তেল ফুরালেই যাইতে হবে
যেথায় আপন দেশ ।
হাই মডেলের গাড়িখানা
বল বেরিং এ ভরা,
নিজ কুদরতে বানানো
তার প্রেম দিয়া গড়া ।
গাড়ি চালায় মহাজনে
যাত্রী আমি একা,
যাত্রা পথে মহাজন সাঁইর
পাইতে চাই দেখা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast