www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘুড়ি

ঘুড়ি হয়ে উড়ি আমি
মনের আকাশে,
নাটাই হাতে উড়ায় মওলা
প্রেমের বাতাসে ।
উড়তে উড়তে ঘুরতে ঘুরতে
মনের কল্পনাতে,
ইচ্ছে গুলো হানা দেয়
ঐ নীল জোছোনাতে ।
যেমনে উড়ায় তেমনি উড়ি
যেমনে ঘুরায় তেমনি ঘুরি,
নাই নিজের বাসনা ।
মাঝে মাঝে স্বপ্নে ভাসি
পঙ্খিরাজে ঘুরে আসি,
সুখ পেতে রাশি রাশি
সাথে নীল জোছোনা ।
কোন সময় যেন পরে যায়
ঘুড়ির সুতোয় টান,
স্বপ্নরা সব থেমে যাবে
হয়ে আমার অবসান ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast