www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রঙ্গিন পাখি

রঙ্গিন পাখি মাটির খাচায়
কুন-ফিকুনে দয়াল বাচায়,
মাটির খাচার দরজা খোলা
দেখনা তোরা সাঁইর লীলা ।
পাখি তাহার ইচ্ছে মত
ভিতর বাহির ভ্রমন যত,
উড়ছে ঐ মনের আকাশ
ভর করে প্রেমের বাতাস ।
পাখি যেন খাচার প্রান
মনের শুখে গায় গান,
ঊর্ধ্বলোকে যায় পাখি
খাচার যখন নিদ্রা আঁখি ।
মায়ার খাচায় পড়ে পাখি
খেলছে যেন কানামাছি,
খেলা শেষে মাটির ঘর
ছেড়ে যাবে ভব চর ।
পাখি থাকে সদাই ব্যাকুল
মূলের টানে হয়ে আকুল,
যাবে যেন নিজের ঘর
পাশের যা, সবই পর ।
থেমে যাবে পাখির গান
শিকল পায়ে পড়লে টান,
কলরব সব বন্ধ হয়ে
উড়ে গিয়ে পাখির প্রান ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো। কিছু বানান ভুল আছে।
  • প্রিয় কবি,আপনি বেশ ভালো লেখেন।
  • সাঁঝের তারা ২১/০৬/২০১৭
    ভাল
 
Quantcast