দুর্ঘটনা
হাজার হাজার মানুষের চোখে যখন জল তখন কেউ এক জন হাসে। ধিক্কার জানাই তাকে।
কিছুক্ষণ আগেও ওরা হেসে ছিল,
গল্প–আড্ডায় মেতে ছিল,
অন্য দিনের মত আজও বাসায় ফিরবে–
কাদে ব্যাগ ঝুলিয়ে,
তখনও কলেজ রোডে দাঁড়িয়েছিল।
হঠাৎ,
একটি বাস এসে সাদা পোশাক লাল করে দেয়
রক্তাক্ত শরীর–
মুহূর্তে কয়েকটি দেহ স্তব্ধ হয়ে যায়।
আর প্রিয় মানুষ গুলোর বিরহের চিৎকারে
আল্লাহর আরশ কেঁপে উঠে।
এক ঝাক পাখির উপরে দানবের হানা
মানুষ রূপি অমানুষ গুলি দিনের পর দিন
কত প্রান কালো চাকায় পিসে মেরে ফেলে।
তখনও ছেলেটির চোখ পৃথিবী দেখেছিল
এখন শুধু আর্তনাদ, চার দিকে কষ্টের চিৎকার
হাজার–হাজার বন্ধুর চোখে জল, বেদনার।
একটি ভুল অনেক গুলো জীবনে কষ্টের কারন হতে পারে।
কিছুক্ষণ আগেও ওরা হেসে ছিল,
গল্প–আড্ডায় মেতে ছিল,
অন্য দিনের মত আজও বাসায় ফিরবে–
কাদে ব্যাগ ঝুলিয়ে,
তখনও কলেজ রোডে দাঁড়িয়েছিল।
হঠাৎ,
একটি বাস এসে সাদা পোশাক লাল করে দেয়
রক্তাক্ত শরীর–
মুহূর্তে কয়েকটি দেহ স্তব্ধ হয়ে যায়।
আর প্রিয় মানুষ গুলোর বিরহের চিৎকারে
আল্লাহর আরশ কেঁপে উঠে।
এক ঝাক পাখির উপরে দানবের হানা
মানুষ রূপি অমানুষ গুলি দিনের পর দিন
কত প্রান কালো চাকায় পিসে মেরে ফেলে।
তখনও ছেলেটির চোখ পৃথিবী দেখেছিল
এখন শুধু আর্তনাদ, চার দিকে কষ্টের চিৎকার
হাজার–হাজার বন্ধুর চোখে জল, বেদনার।
একটি ভুল অনেক গুলো জীবনে কষ্টের কারন হতে পারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৯/২০১৯সুন্দর
-
নাসরীন আক্তার রুবি ১৪/০৫/২০১৯মর্মস্পর্শী
-
জসিম বিন ইদ্রিস ২৪/০৪/২০১৯ভুল নয় চাই সচেতনতা
-
জার্নালিষ্ট সবুজ ১৪/০৪/২০১৯খুব সুন্দর হয়েছে
-
মোঃ মুসা খান ১৫/১০/২০১৮খুব সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৯/২০১৮ভাও প্রয়াস
-
সেলিম রেজা সাগর ০৯/০৯/২০১৮দারুণ
-
ন্যান্সি দেওয়ান ২৯/০৮/২০১৮Nice.
-
নির্ঘুম মিশ্র ৩১/০৭/২০১৮প্রচন্ড ধিক্কার জানাই ।
-
মধু মঙ্গল সিনহা ৩১/০৭/২০১৮ভালো উপস্থাপনাl
-
কলামিষ্ট নিজাম গাজী ৩১/০৭/২০১৮চরম ধিক্কার জানাই। ভালো লিখেছেন শুভকামনা শতত।