অসহায়ের শঙ্কায়
অসহায় মানুষ গুলো সবসময় শঙ্কায় থাকে।
আমি নতুন একটা মিশনে নামলাম যার নাম দিয়েছি 'অসহায়ের শঙ্কায়।'
আমি এমন একটি এলাকায় গেলাম যার নাম গোপণ রাখলাম কারন সবার কাছে আলাদা আলাদা ভাবে নিজের মান রক্ষিত থাকে।
আমি এক জনের ইন্টারভিউ নিলাম তিনি হলেন একজন মহিলা যার জীবন চলে পিঠা বিক্রি করে। তার পরিবারে ১২ বছরের একটি কন্যা এবং ৯ বছরের একটি পুএ, তাদের মুখে ভাত দিতে পারেনা তার জন্য কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দেয়। আমি জিগাস করলাম এত ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিলেন কেহু কিছু বলে নাই। তিনি এক কথায় বলে দিলেন, পেটে খাওন না থাকলে কেউ ফিরা ও চায় না। এত ছোট মেয়েকে কি বিয়ে দেওয়ার ইচ্ছা ছিলো শুধু এক মাএ অভাবে দিছি। গরীব বলে মেয়েকে নিয়ে অনেক শঙ্কায় থাকতাম কখন কে কোন কথা উঠায়, গরীব বলে কি আমাদের পতিবাদ করার হাতিয়ার আছে নাকি। আমরাতো অসহায়।
আমাদের সমাজ আমাদের কি দিচ্ছে, সমাজের উচুঁ মানুষ গুলো শুধু উচুতে উঠছে, আর সম্পদ হীন রা দিন দিন. নিচে নামছে,
কেনো, কি তাহার রহস্য।
আমি নতুন একটা মিশনে নামলাম যার নাম দিয়েছি 'অসহায়ের শঙ্কায়।'
আমি এমন একটি এলাকায় গেলাম যার নাম গোপণ রাখলাম কারন সবার কাছে আলাদা আলাদা ভাবে নিজের মান রক্ষিত থাকে।
আমি এক জনের ইন্টারভিউ নিলাম তিনি হলেন একজন মহিলা যার জীবন চলে পিঠা বিক্রি করে। তার পরিবারে ১২ বছরের একটি কন্যা এবং ৯ বছরের একটি পুএ, তাদের মুখে ভাত দিতে পারেনা তার জন্য কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দেয়। আমি জিগাস করলাম এত ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিলেন কেহু কিছু বলে নাই। তিনি এক কথায় বলে দিলেন, পেটে খাওন না থাকলে কেউ ফিরা ও চায় না। এত ছোট মেয়েকে কি বিয়ে দেওয়ার ইচ্ছা ছিলো শুধু এক মাএ অভাবে দিছি। গরীব বলে মেয়েকে নিয়ে অনেক শঙ্কায় থাকতাম কখন কে কোন কথা উঠায়, গরীব বলে কি আমাদের পতিবাদ করার হাতিয়ার আছে নাকি। আমরাতো অসহায়।
আমাদের সমাজ আমাদের কি দিচ্ছে, সমাজের উচুঁ মানুষ গুলো শুধু উচুতে উঠছে, আর সম্পদ হীন রা দিন দিন. নিচে নামছে,
কেনো, কি তাহার রহস্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৯/০৩/২০১৮সুন্দর কথা
-
কামরুজ্জামান সাদ ১৩/০৩/২০১৮সবখানেই শঙ্কা !
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/০৩/২০১৮অসহায়ত্বের বেদনামাখা উপস্থাপন । বেশ ভাল লাগলো ।