www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তৃতীয় বিশ্বযুদ্ধ (দ্বিতীয় খন্ড)

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গত দিন গুলোতে সামান্য আলোচনা করছি , আজকে ও একটু আলোচনা করবো ।
তৃতীয় বিশ্বযুদ্ধের আলোচনা চলছে বিভিন্ন দেশে কিন্তু আমি মনে করি একটি বস্তির ছেলের হাত ধরেই যুদ্ধের সব কার্যক্রম চলবে । সারা পৃথিবী অবাক হবে , বস্তির ছেলের দুর্দান্ত সাহস দেখে । যে ছেলেটি এক বেলা খাবার খেলে অন্য বেলা উপোস করতে হতো । আদর ছিলো না , মা - বাবা , আপন বলতে কেহুই ছিলোনা । ছেলেটির জন্ম অজানা কোনো এক দেশে যা অপ্রকাশিত রেখে দিলাম । ছেলেটির বাসা ছিলো কোন এক বস্তির মধ্যে আর বস্তিটি ছিলো আবর্জনা পরিপূর্ণ লেকের পাড় ঘেঁসে । চাঁদ দেখে দেখে রাত কেটে যেত কারন ঘরের ছাদ যে ছিল না । সূর্যটা ঠিক চোখে এসে লাগতো ( এলাম ঘড়ি ছিলো না) সকালের ঘুম ভাঙ্গানোর কাজটা সূর্যটাই করে দিত ।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৬৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast