www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাংবাদিক রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলার হুমকি

শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ছৈয়দনুর বাহীনির প্রধান ছৈয়দনুর ডাকাত কতৃক সাংবাদিক আ:রাজ্জাকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের।।

ফুয়াদ মোঃ সবুজ
প্রতিনিধি কক্সবাজার।।
পাঠক প্রিয় অনলাইন নিউজপোর্টাল সময়ের কণ্ঠস্বর ডট কম/সিটিজি পোস্ট ডট কম/ নিউজ ভিশন ৭১ ডট কমেরর কক্সবাজার জেলা প্রতিনিধি ও
দৈনিক জনকণ্ঠ/দৈনিক পূর্বকোণের নিজস্ব সংবাদদাতা প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাকের উপর শহেরের সিটি কলেজস্হ সাহিত্যিকা পল্লীর হত্যা,ডাকাতি, চাদাবাজি,অস্ত্র ও ছিনতাইসহ ১৮ মামলার আসামী শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ছৈয়দ নুর বাহিনীর প্রধান ছৈয়দ নুর প্রকাশ ছৈয়দনুর ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী কতৃক হামলার ঘটনায় সৈয়দ নূর ডাকাতকে প্রাধাণ করে এজাহার নামীয় ৩ জন ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে গত (০৭ মে) কক্সবাজার সদর মডেল থানায় সাংবাদিক আবদুর রাজ্জাক বাদী হয়ে (পেনেল কোডের ১৮৬০) মামলা দায়ের করেন। মামলা নং-৩৬৫৪/ তাং-০৭/০৫/২০১৮ ইং।ধারা-৩৪১/৩২৩/৩৭৯/৫০৬/৪৩।
পেনেল কোড:১৮৬০।
উল্লেখ্য,সৈয়দ নুর বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ বিভিন্ন জাতীয় অনলাইন নিউজপোর্টাল ও স্হানীয় পত্রিকায় প্রকাশের ফলে ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে গত শনিবার (০৫ মে) রাত ১১ ঘটিকার সময় জেলার প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাক পেশাগত দায়িত্ব পালনকালে কক্সবাজার সদর উপজেলা বাজারের ব্রীজের পাশে জেলার শীর্ষ সন্ত্রাসী হত্যা, সড়ক ডাকাতি, রাহাজানী, ছিনতাইসহ প্রায় ১৯ টি মামলার আসামী (অতীতে সড়ক ডাকাতিকালে কক্সবাজার মডেল থানা পুলিশ কতৃর্ক বন্দুকযুদ্ধে পায়ে গুলিবিদ্ধ ) শহেরের সিটি কলেজস্হ সাহিত্যিকা পল্লীর মৃত নজির আহমদ প্রকাশ নজু মিয়ার পুত্র ছৈয়দ নুর বাহিনীর প্রধান ছৈয়দ নুর প্রকাশ ছৈয়দ নুর ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে গতিরোধ অশ্লীল ভাযায় গালিগালাজ করে মারধর করে এক পর্যায়ে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। সন্ত্রাসীরা এ সময় তার ব্যবহ্নিত একটি (DSLR-MODEL NO-33) ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায়।
এদিকে জেলার প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলার সংবাদ দেশটিভি,ইনফোবাংলা টিভিসহ বিভিন্ন জাতীয় ও স্হানীয় অনলাইন নিউজপোর্টালে প্রকাশ হলে দেশব্যাপী
অনলাইন নিউজপোর্টালে কর্মরত সাংবাদিকরা বিক্ষোভে ফেটে পড়েন এবং এই ঘটনায় মামলাদায়ের পূর্বক চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ছৈয়দ নুর বাহিনীর প্রধান ছৈয়দ নুর প্রকাশ ডাকাতকে অভিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
এরই অংশ হিসেবে গত ০৭ ই মে বিকাল ৪ ঘটিকার সময় চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত চট্রগ্রাম মোমিন রোড়স্হ চেরাগী পাহাড় মোড়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। উক্ত মানবন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী ডাকাত সর্দার সৈয়দ নূরকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার জোরালো দাবি জানিয়ে বলেন,
সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। জাতির দুঃসময়ে ও সংকটে সাংবাদিকদের সাহসীকতাপূর্ণ ভূমিকা। স্বাধীনতা পূর্ববর্তী যেমন ছিল ঠিক তেমনি স্বাধীনতা পরবর্তী থেকে আজ অবধি সমুজ্জ্বল। সাংবাদিকরা সমাজ দেশ ও জাতির উন্নয়নে এবং দেশের নানা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কুচক্রি মহল সাংবাদিকদের সুনাম নস্যাতে নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তারই অংশবিশেষ সাগর রুনি হত্যাকান্ড, হুমায়ুন কবির বালু হত্যাকান্ড, সুমন হাসানের উপর হামলা, বোয়ালখালীতে নারী সাংবাদিক আয়েশা ফারজানাকে নির্যাতন এবং কক্সবাজারে সাংবাদিক আব্দুর রাজ্জাকের উপর হামলা ও প্রাণ নাশের হুমকি একসূত্রে গাঁথা।বক্তারা বলেন একজন সাংবাদিককে হামলা করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে ১৮ মামলার আসামী, দুধর্ষ ডাকাত সর্দার সৈয়দ নুর কিভাবে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়ায় জাতি আজ তা জানতে চায়। বক্তারা আরো বলেন, আগামী তিন দিনের মধ্যে সাংবাদিক আব্দুর রাজ্জাকের দায়েরকৃত মামলা রেকর্ড পূর্বক হামলা কারী ডাকাত সর্দার সৈয়দ নুর কে গ্রেফতার এবং সাংবাদিক আব্দুর রাজ্জাকের নিরাপত্তা নিশ্চিতের জোরালো দাবি জানান। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন আব্দুর রাজ্জাকের উপর হামলাকারী ডাকাত সর্দার সৈয়দ নুরকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনতে ব্যর্থ হলে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব কঠোর কর্মসূচি দিবে বলে হুমকি দেন।
প্রতিবাদ সভা পরবর্তীতে মানববন্ধন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে ও অনলাইন কাজী টিভির চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রিপোর্টার রাজিব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত দাশ শুনু, বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি ও রাজনীতিবিদ মো: জসিম উদ্দিন চৌধুরী, দেশ বিদেশ ২৪ ডট কম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সিটিজি রিপোর্ট সম্পাদক অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন, সিটিজি পোস্ট সম্পাদক স.ম জিয়াউর রহমান, অপরাধ তালাশ ডট কমের সম্পাদক মাইন উদ্দিন, অনলাইন দৈনিক দেশ বার্তার প্রকাশক হাজী জসিম উদ্দিন, ক্রাইম ডায়রি বিডি ডট কমের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মো: হোসেন মিন্টু, অনলাইন নিউজ একাত্তর ২৪ ডট কম এর রিপোর্টার সুজন আচার্য্য, অনলাইন সৃষ্টি টিভি রিপোর্টার যথাক্রমে সালাউদ্দিন কবির ও উজ্জ্বল, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, দৈনিক সকালের আলো ২৪ ডট কমের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান কুতুব উদ্দিন রাজু, অনলাইন দৈনিক দেশ বার্তার সহ সম্পাদক তরুণ বিশ্বাস অরুন, সিটিজি পোস্টের মহেশখালী প্রতিনিধি প্রকৌশলী হাফিজুর রহমান খান, এটিএম নিউজ টিভির রিপোর্টার মায়মনা খানম, বিজয় চট্টগ্রাম ব্যুরো প্রধান মোসলেম উদ্দিন ইমন, অভিযাত্রী সম্পাদক এস এম সোহেল, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি মো: রমজান আলী, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সহ-সভাপতি এইচ এম মুবিন সিকদার, আরিফুল ইসলাম রুবেল, কবি স্বপন বড়ুয়া প্রমুখ।
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ৭৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast