www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

no name ১০

বেসেছিলাম ভাল হৃদয় দিয়ে,
অতি আপন জেনে;
দিয়েছিলাম এ হৃদয় প্রাণ,
সবি উজাড় করে।
তোমায় নিয়ে স্বপ্ন কত, বাধিব সুখের ঘর;
জনতার মাঝে প্রেমের প্রদীপ,
ভরে দিব অন্তর।

শত স্বপ্ন জড়ানো পদে,
অশ্রুতে যায় ভরে;
সাঝের বুকে দিনের আলো,
আঁধারে যায় ডুবে।

কাল সে ছিল জীবন সাথী,
আঁধার ঘরের প্রদীপ;
অন্ধ পরান তাহারে খোঁজে,
এ জীবন আঙিনাতে।

বাজে না বাঁশি, ঝড়া ফুলে ফোটে না হাসি,
কেমন করে কাটাব জনম হৃদয় জীবন সাথী!

তুমি চলে গেলে এক দিবসে,
সকলি শূন্য করে;
তুমি বিহনে, হৃদয় সমীরে
ব্যাথায় টন টন করে।

আমায় তুমি ভুলিবে জানি
ভুলিবে আমার কথা,
আমার হয়ে কাদবে তখন
বনের তরু-লতা
আমায় ছাড়িয়া বেঁধেছ বাসা
নতুন বন্ধুর কুলে
সুখী হও তুমি, ভুলে যেও মোরে;
দুঃখ টুকু দিও মোরে।

ঝড়া পাতার শো শো ধ্বণী,
আকুল কান্নার মাঝে;
কান পেতে শুনো তুমি কোনো অবসরে
আমায় পড়লে মনে।
তোমার লাগিয়া হৃদয়ে আমার
কেঁদে ওঠে বারে বারে।
মাতাল আমি লহ্মী ছাড়া
ঘুরে বেড়াই দ্বারে দ্বারে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast