পাথর ও মানুষ
পাথর ও মানুষ
আকাশ অঙ্কুর
বিষন্ন মনে রেললাইনে একটি দুপুর কাটানোর পর,
মনে হলো রেললাইনের ময়লা জড়ানো কালো পাথরটা আমার খুব আপন।
তাকে ছুতেই সে বলে উঠলো আমি মানুষের চেয়ে পবিত্র,
তুমি মনের ময়লা ধুয়ে আসো আনন্দ জ্যোৎস্না সাগরে।
অত:পর ঘুম ভেঙ্গে দেখি,
আমি আর পাথর হাজার যোজন দূরে।
আকাশ অঙ্কুর
বিষন্ন মনে রেললাইনে একটি দুপুর কাটানোর পর,
মনে হলো রেললাইনের ময়লা জড়ানো কালো পাথরটা আমার খুব আপন।
তাকে ছুতেই সে বলে উঠলো আমি মানুষের চেয়ে পবিত্র,
তুমি মনের ময়লা ধুয়ে আসো আনন্দ জ্যোৎস্না সাগরে।
অত:পর ঘুম ভেঙ্গে দেখি,
আমি আর পাথর হাজার যোজন দূরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৭/১২/২০২১ব্যঙ্গাত্মকতার সাথে দারুণ শ্লেষ।
-
ফয়জুল মহী ০২/১২/২০২১নান্দনিক পরিবেশ