কেমন মা তুমি
দুর আকাশের তারায় তারায় খুজেছি চাঁদেও,
পাইনি বলে শূন্য মনে বসে থাকিনি ।
অবাধ নব দিগন্তের সাতরঙা পথে,
করেছি কল্পনা যেন স্বপ্নে দেখতে পাই ।
পরকালে যাওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছো,
সেকেলে রাজকীয় তোষামোদে ভালোই আছো।
মাঝে মাঝে ছেলের খোঁজখবরওতো নিতে হয়,
কেমন মা তুমি?
অসমাপ্ত-------*********
পাইনি বলে শূন্য মনে বসে থাকিনি ।
অবাধ নব দিগন্তের সাতরঙা পথে,
করেছি কল্পনা যেন স্বপ্নে দেখতে পাই ।
পরকালে যাওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছো,
সেকেলে রাজকীয় তোষামোদে ভালোই আছো।
মাঝে মাঝে ছেলের খোঁজখবরওতো নিতে হয়,
কেমন মা তুমি?
অসমাপ্ত-------*********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৪/০৭/২০১৬লেখাটিকে আরেকবার নেড়েচেড়ে সাজান্তো......
-
আনিসা নাসরীন ১৯/০৭/২০১৬মা, খুব কাছের খুব নিরাপদের খুব ভালবাসার একজন।
অনেক ভালো লাগলো। -
স্বপঞ্জয় চৌধুরী ১৯/০৭/২০১৬আবেগধর্মী একটি কবিতা
-
স্বপ্নময় স্বপন ১৯/০৭/২০১৬অদ্ভুত সুন্দর!
-
দেবব্রত সান্যাল ০৬/০৬/২০১৬অসমাপ্ত লেখা পোস্ট করার সার্থকতা কোথায় ?