মায়ের স্বপ্ন
স্বপ্ন ছিল আমায় নিয়ে,
তোমার আশা ছিল অনেক।
যা আমি কখনো পুরণ করতে পারি নি।
হয়তো বা এটাই ছিল আমার ভুল।
হয়তো তোমার চোখে আমি অপরাধী,
তুমি তো জানোই তোমার ছেলে এরকমই।
তৈরি করতে চেয়েছিলে আমায় বাবার মত করে,
সেটা আর তৈরি করা হলো না তোমার।
তোমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল।
হারিয়েছি ছোট্ট বেলায় বাবাকে,
তরী ভিড়িয়েছিলাম তোমার ঘাটে।
তোমার কুলেও ঠাই হলো না শেষে।
তুমিও ভাসিয়ে দিলে আমায়
এই খরস্রোত নদীর মোহনায়,
এখনো ভেসে চলেছি স্রোতের তালে তালে।
তোমায় হারানোর আগে ভাবিনি তোমার স্বপ্নগুলো নিয়ে,
প্রতিনিয়ত তোমার স্বপ্নগুলো নিয়ে ঠোকর খাচ্ছি দ্বারে দ্বারে।
ক্লান্ত হয়ে একই জায়গায় ফিরে আসছি বারে বারে।
তোমার স্বপ্ন গুলি আদৌ পুরণ হবে কিনা জানি না,
যতদিন থাকবো আমি বেঁচে,
তোমার স্বপ্নরাও উর্বর রবে।
তোমার আশা ছিল অনেক।
যা আমি কখনো পুরণ করতে পারি নি।
হয়তো বা এটাই ছিল আমার ভুল।
হয়তো তোমার চোখে আমি অপরাধী,
তুমি তো জানোই তোমার ছেলে এরকমই।
তৈরি করতে চেয়েছিলে আমায় বাবার মত করে,
সেটা আর তৈরি করা হলো না তোমার।
তোমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল।
হারিয়েছি ছোট্ট বেলায় বাবাকে,
তরী ভিড়িয়েছিলাম তোমার ঘাটে।
তোমার কুলেও ঠাই হলো না শেষে।
তুমিও ভাসিয়ে দিলে আমায়
এই খরস্রোত নদীর মোহনায়,
এখনো ভেসে চলেছি স্রোতের তালে তালে।
তোমায় হারানোর আগে ভাবিনি তোমার স্বপ্নগুলো নিয়ে,
প্রতিনিয়ত তোমার স্বপ্নগুলো নিয়ে ঠোকর খাচ্ছি দ্বারে দ্বারে।
ক্লান্ত হয়ে একই জায়গায় ফিরে আসছি বারে বারে।
তোমার স্বপ্ন গুলি আদৌ পুরণ হবে কিনা জানি না,
যতদিন থাকবো আমি বেঁচে,
তোমার স্বপ্নরাও উর্বর রবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০৪/০৩/২০১৬মন ভরে যাই
-
প্রদীপ চৌধুরী. ২৬/০২/২০১৬খুবই ভালো লেখা| ভাল লাগলো তবে দেবব্রত স্যানাল মহাশয়ের কথার দিকে একটু নজর দেবেন| উনি ঠিক বলেছেন|
-
হাসান কাবীর ২৬/০২/২০১৬ভালো হয়েছে, আরেকটু কাব্যভাব আনা যেতো,শুভেচ্ছা।
-
ধ্রুব রাসেল ২৫/০২/২০১৬ভাল লাগলো
-
হিরণ্য হারুন ২৫/০২/২০১৬ভালো
-
রাকিব চৌধুরী শিশির ২৪/০২/২০১৬ধন্যবাদ দাদা ।
-
মাহাবুব ২৪/০২/২০১৬বাস্তব ঘটনাতো, তাই সেই ভাবে নিয়েছি।
বাস্তব ঘটনা হিসেবে ভালো লাগলো।
শুভেচ্ছা নিবেন। -
দেবব্রত সান্যাল ২৪/০২/২০১৬কবিতায় কাব্যিকতা কম। স্ববিরোধ আছে , তাই ভাবনা বুঝতে অসুবিধে হয়।