শাপলা
কেন কেঁদেছিল সে !
এম আর চৌধুরী সিপন
------------------------------------//---
ভুমিষ্ট হওয়ার পর
শিশুটি চিৎকার দিয়ে কেঁদে উঠে ,
জানান দেয় পৃথিবীতে আগমনের ।
মাতা-পিতা আতনীয়-স্বজন সকলেই খুশি ;
নবপ্রজন্মকে উষ্ম অব্যর্থনা ।
মা নিজের কষ্টকে পেছনে ফেলে
নবজাত শিশুকে সোহাগে-আদরে,
বুকের মধ্যে জরিয়ে ধরে ।
কিন্ত কখনও কি , কেউ ভেবেছে !
শিশুর এই আগমনি চিৎকার কেন ?
চোখ বুজে শিশু, কাঁদে আর কাঁদে
মন ছুঁয়ে যায় তার কাঁদনে !
সময়ের ব্যবধানে, আবার হাসে আবার কাঁদে ,
কি পায় সে মায়ের সংস্পর্শে !
কি শান্তনা আসে তার মনে ?
মায়ের মাতৃ- দুগ্ধে, পেয়ে যায় মমতার স্বাদ
হ্রদয়ের সাথে হ্রদয়ের ছুঁয়া পেয়ে যায়
পৃথিবীতে আসার কষ্টটাই যেন ,
ভুলে যায় সে ;
কি আশ্চর্য্য !
ভুলে যায় সুখ- দুংখ, দু'য়ের পার্থক্য
স্নেহ মমতায় ভরে যায়-
তার শিশু মন ।
প্রশ্ন থেকে যায় , কেন কেঁদেছিল সে ?
কেন ? কেন ?
-----------/-----------
তারিখ :- ১৬ ই মার্চ ।
নিউকাসল ।
এম আর চৌধুরী সিপন
------------------------------------//---
ভুমিষ্ট হওয়ার পর
শিশুটি চিৎকার দিয়ে কেঁদে উঠে ,
জানান দেয় পৃথিবীতে আগমনের ।
মাতা-পিতা আতনীয়-স্বজন সকলেই খুশি ;
নবপ্রজন্মকে উষ্ম অব্যর্থনা ।
মা নিজের কষ্টকে পেছনে ফেলে
নবজাত শিশুকে সোহাগে-আদরে,
বুকের মধ্যে জরিয়ে ধরে ।
কিন্ত কখনও কি , কেউ ভেবেছে !
শিশুর এই আগমনি চিৎকার কেন ?
চোখ বুজে শিশু, কাঁদে আর কাঁদে
মন ছুঁয়ে যায় তার কাঁদনে !
সময়ের ব্যবধানে, আবার হাসে আবার কাঁদে ,
কি পায় সে মায়ের সংস্পর্শে !
কি শান্তনা আসে তার মনে ?
মায়ের মাতৃ- দুগ্ধে, পেয়ে যায় মমতার স্বাদ
হ্রদয়ের সাথে হ্রদয়ের ছুঁয়া পেয়ে যায়
পৃথিবীতে আসার কষ্টটাই যেন ,
ভুলে যায় সে ;
কি আশ্চর্য্য !
ভুলে যায় সুখ- দুংখ, দু'য়ের পার্থক্য
স্নেহ মমতায় ভরে যায়-
তার শিশু মন ।
প্রশ্ন থেকে যায় , কেন কেঁদেছিল সে ?
কেন ? কেন ?
-----------/-----------
তারিখ :- ১৬ ই মার্চ ।
নিউকাসল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৪/২০১৭
সত্যিই অসাধারণ কম্পোজিশন।
ধন্যবাদ