লিমেরিক
লিমেরিক -১
জান প্রিয়া সে কি তৃষা আমার এ কন্ঠে ?
মধু আর বিষ মিলে করেছি পান আকন্ঠে,
তবু মিটিল না তৃষা,
বেড়ে গেল পিপাসা,
কেবলই ছুটেছে মন তোমাকে কাছে টানতে।
জান প্রিয়া সে কি তৃষা আমার এ কন্ঠে ?
মধু আর বিষ মিলে করেছি পান আকন্ঠে,
তবু মিটিল না তৃষা,
বেড়ে গেল পিপাসা,
কেবলই ছুটেছে মন তোমাকে কাছে টানতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০১/১২/২০১৪অসাধারন !
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১২/২০১৪লেখাটা অনেক সুন্দর। বাট একচুয়ালি আামি লিমেরিক মানে জানি না............
-
অনিরুদ্ধ বুলবুল ৩০/১১/২০১৪বাহঃ ভারি সুন্দর লিমেরিক!
কবিকে অভিনন্দন - মধু আর বিষ মিলে যে এত সুন্দর পানীয় হয় তা জানতাম না। পরখ করে দেখব না কি একবার? -
অ ৩০/১১/২০১৪বেশ ভালো লাগল পড়ে ।