একলা পাখি
আকাশপানে চেয়ে
পাখি
নিরবে বসে রয়।
বসে বসে ভাবে একটি
কথা
মনের কথা কারে বলা যায়।
অসহায় পাখি বসে
একা
এদিক সেদিক তাকায়।
প্রিয়কে খুঁজে কি
সে?
প্রিয় তার কোথায়।
প্রিয়জন হারা পাখি
একা
অঝরে বকে চলে যায়।
হয়ত বা কখনো
পাখি
কেঁদে ফেরে প্রিয়জনেরে
মনে হওয়ায়।
পাখি
নিরবে বসে রয়।
বসে বসে ভাবে একটি
কথা
মনের কথা কারে বলা যায়।
অসহায় পাখি বসে
একা
এদিক সেদিক তাকায়।
প্রিয়কে খুঁজে কি
সে?
প্রিয় তার কোথায়।
প্রিয়জন হারা পাখি
একা
অঝরে বকে চলে যায়।
হয়ত বা কখনো
পাখি
কেঁদে ফেরে প্রিয়জনেরে
মনে হওয়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসাদুজ্জামান নূর ২৯/১১/২০১৪আসাধারন হয়েছে
-
রক্তিম ২৬/১১/২০১৪পথ হারা পাখী আজো খুঁজে ফেরে তার সাথীরে । দারুন লাগলো ।
-
মোঃ আবদুল করিম ২৬/১১/২০১৪ভালো হয়েছে ভালো প্রিয়াকে ফিরে পাক একাকীত্ব কেঁটে যাক ।
-
উদ্বাস্তু নিশাচর ২৬/১১/২০১৪পাখিটা নিশ্চয়ই আপনি। যাহোক ভালো লাগলো
-
ARDHENDU BIKASH RANA ২৬/১১/২০১৪ভাল লাগল,
রাণা। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/১১/২০১৪একা পাখি বসে আছে শহুেরর দেয়ালে
শিশ দিয়ে গান গায়................
ভালো । সুন্দর হয়েছে লেখাটি............. -
অ ২৬/১১/২০১৪সুন্দর ।