যখন তুমি হাসলে
যখন তুমি হাসলে
আমার আকাশ আলোয় জ্বল্ল
যখন তুমি হাসলে
আমার হৃদয় কেমন করল
কেমন করে আকাশ বাতাস
শান্ত হয়ে শুনলো
যখন তুমি হাসলে
তোমার হাসির বীণা বাজল
যখন তুমি হাসলে
তখন আকাশ তারায় ভরল।
চাঁদের হাসি চাঁদের আলোয়
আঁধার দূর করলো।
যখন তুমি হাসলে
তোমার চাঁদ মাখা মুখ
শরৎকাশের নরম সুখ
হিমেল হওয়া থরথরিয়ে কাপল।
আমার ভালবাসার নদী
ঢেউ জাগিয়ে তুললো।
যখন তুমি হাসলে।
যখন তুমি হাসলে
আমার হৃদয় নদীর
ঘোলা জলে দু’টি চরা ডুবল
সবুজ ঘাসের কেশে কেশে
পলিমাটি জমল।
যখন তুমি হাসলে
তোমার লাল শাড়ীটি উড়ল
হলুদ পাতা পড়ল
যেন বসন্ত রং ছুঢ়ল।
আমার আকাশ আলোয় জ্বল্ল
যখন তুমি হাসলে
আমার হৃদয় কেমন করল
কেমন করে আকাশ বাতাস
শান্ত হয়ে শুনলো
যখন তুমি হাসলে
তোমার হাসির বীণা বাজল
যখন তুমি হাসলে
তখন আকাশ তারায় ভরল।
চাঁদের হাসি চাঁদের আলোয়
আঁধার দূর করলো।
যখন তুমি হাসলে
তোমার চাঁদ মাখা মুখ
শরৎকাশের নরম সুখ
হিমেল হওয়া থরথরিয়ে কাপল।
আমার ভালবাসার নদী
ঢেউ জাগিয়ে তুললো।
যখন তুমি হাসলে।
যখন তুমি হাসলে
আমার হৃদয় নদীর
ঘোলা জলে দু’টি চরা ডুবল
সবুজ ঘাসের কেশে কেশে
পলিমাটি জমল।
যখন তুমি হাসলে
তোমার লাল শাড়ীটি উড়ল
হলুদ পাতা পড়ল
যেন বসন্ত রং ছুঢ়ল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৯/০৭/২০১৭ভালোই লিখেছেন
-
সুব্রত সামন্ত (বুবাই) ১২/০৮/২০১৬দারুণ লাগল
-
পিয়ালী দত্ত ২০/১১/২০১৪সুন্দর
-
মোঃ আবদুল করিম ২০/১১/২০১৪এই হাসি যে আপনাকে এত কিছু দিলো অসাধারন,খুবই ভালো হয়েছে ।
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১১/২০১৪প্রিয়ার মুখের তিলের জন্যে কবি বোখারা ও সমরখন্দ বিলিয়ে দিতে পারেন আর আপনি.....!
বেশ সুন্দর কবিতা -
শুভেচ্ছা কবি। -
একনিষ্ঠ অনুগত ২০/১১/২০১৪বাহ... বেশ মিষ্টি।।