নিষ্ঠুরতা
তুমি প্রিয়া নিষ্ঠুর প্রিয়তমা
আমারে ভালবাসনি
বেসেছি আমি
যদি পার করিও ক্ষমা।
আমি শিল্পি নই
তুবও শৈল্পিক পদচারণা
তব হস্তে এঁকেছিনু
মেহেদীর রঙে আল্পনা।
অবিশ্বাসে তাহা তুমি
ফেলিলে বিসর্জিয়া
বড় ক্ষতি করিলা আমায়
রক্ত ঝরাইলা
ক্ষত হৃদয় দিয়া।
আমারে ভালবাসনি
বেসেছি আমি
যদি পার করিও ক্ষমা।
আমি শিল্পি নই
তুবও শৈল্পিক পদচারণা
তব হস্তে এঁকেছিনু
মেহেদীর রঙে আল্পনা।
অবিশ্বাসে তাহা তুমি
ফেলিলে বিসর্জিয়া
বড় ক্ষতি করিলা আমায়
রক্ত ঝরাইলা
ক্ষত হৃদয় দিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপ ১৫/১০/২০১৪খুব ভালো
-
মনিরুজ্জামান শুভ্র ১৫/১০/২০১৪বিষাদময় কবিতা । অনেক ভাল লাগলো ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৫/১০/২০১৪প্রেমের বিষাদ বড়ই যন্ত্রনাময়..............