স্বার্থ আপন
আমার সুখের ঘরটি হবে তোমার আপন,
সকলকে নিয়ে করবে তুমি সুখের যাপন
বাসবে ভাল শর্ত দিলে এ কেমন?
আমার বাবা হবে তোমার অতি আপন,
মাকে ও তুমি করবে নাকি অতি যতন
বলতো কি হবে আমার কপালে এখন?
বোনটা আমার পাগলপারা তোমার কারণ,
আদরণীয় ছিল সে মোর বন্ধু আপন
তাকেও তুমি করলে তোমার সুখের জন।
নিজের সুখের লাগি তুমি করছ এমন,
বুঝলাম আজি তুমি অতি স্বার্থ আপন
আমার কথা ভাবলে নাতো একটু ক্ষণ।
সকলকে নিয়ে করবে তুমি সুখের যাপন
বাসবে ভাল শর্ত দিলে এ কেমন?
আমার বাবা হবে তোমার অতি আপন,
মাকে ও তুমি করবে নাকি অতি যতন
বলতো কি হবে আমার কপালে এখন?
বোনটা আমার পাগলপারা তোমার কারণ,
আদরণীয় ছিল সে মোর বন্ধু আপন
তাকেও তুমি করলে তোমার সুখের জন।
নিজের সুখের লাগি তুমি করছ এমন,
বুঝলাম আজি তুমি অতি স্বার্থ আপন
আমার কথা ভাবলে নাতো একটু ক্ষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জমাতুল ইসলাম পরাগ ০২/১০/২০১৪সংসারের সবাইকে সহ্য করে নেওয়ার পর বর হিসেবে কবির এর অধিক চাওয়ার কি দরকার?
-
স্বপন শর্মা ০১/১০/২০১৪অনেক ভালো লাগল....
-
কৌশিক আজাদ প্রণয় ০১/১০/২০১৪দাম্পত্য অসহনশীলতার পরিনাম। ভালো লাগলো।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১০/২০১৪যদি কিছু মনে না করেন কয়েকবার পড়লাম বাট অর্থ বুঝি নাই।
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৯/২০১৪অসাধারন লেখনী।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ৩০/০৯/২০১৪বেশ ভাল কবিতা।
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০৯/২০১৪বাহ ... চমৎকার লাগলো ।
-
স্বপন রোজারিও(১) ৩০/০৯/২০১৪সুন্দর হয়েছে।