এলে না তো
এলে না তো ফিরে,
কত স্বপ্ন তোমাকে ঘিরে
মন বীণা হাসে তুমি আসবে বলে।
বলেছিলে আমাকে ভুলতে পারি না তোমাকে,
তবু ভুলে গেলে, এ মনে ব্যথার প্রদীপ জ্বেলে।
আমি তো পথ পানে,
চেয়ে আছি আপন মনে
ব্যথা ভরা কথার ডালি মেলে।
এই ভাবি তুমি আস এই ভাবি পাসে বস,
তবু না এলে, কথা দিয়ে তুমি কথা ভুলে গেলে।
কত স্বপ্ন তোমাকে ঘিরে
মন বীণা হাসে তুমি আসবে বলে।
বলেছিলে আমাকে ভুলতে পারি না তোমাকে,
তবু ভুলে গেলে, এ মনে ব্যথার প্রদীপ জ্বেলে।
আমি তো পথ পানে,
চেয়ে আছি আপন মনে
ব্যথা ভরা কথার ডালি মেলে।
এই ভাবি তুমি আস এই ভাবি পাসে বস,
তবু না এলে, কথা দিয়ে তুমি কথা ভুলে গেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১২/০৯/২০১৪ভাল লাগলো।
-
নূরুল ইসলাম সাইফুল ১০/০৯/২০১৪আসবেই অপেক্ষায় থাকুন। ভালো লাগলো।
ভালো থাকুন। -
ডিবেটার সাদ্দাম হোসেন ০৮/০৯/২০১৪কথা দিয়ে কথা ভুলে গেলে!!!!!!
চরম। -
উদ্বাস্তু নিশাচর ০৮/০৯/২০১৪তুমি কথা ভুলে গেলে// ভুলে তো যায়নি!!
অপেক্ষা হয়ে আপনার কবিতায় ঠিকই ধরা দিয়েছে -
মনিরুজ্জামান শুভ্র ০৭/০৯/২০১৪ভাল লাগলো।
-
শিমুল শুভ্র ০৭/০৯/২০১৪বেশ সুন্দর লাগলো কবিতা
-
সাইদুর রহমান ০৫/০৯/২০১৪খুব ভালো লাগলো।
শুভেচ্ছা। -
স্বপন রোজারিও(১) ০২/০৯/২০১৪দারুণ
-
চূড়ান্ত ০২/০৯/২০১৪ভালো লাগল।
-
আশিস চৌধুরী ০২/০৯/২০১৪কেউ কথা রাখেনা।ভাল লাগলো । আমার শুভেচ্ছা জানবেন।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০২/০৯/২০১৪ভাল হয়েছে।