লালসা
লালসার সঙগোপনে
জাতপাত মানে না মনে।
যদি না জানে কেউ,
রাজা আমি রাজ্য আমার
সকল কুমারী আমার বউ।
কবি-পাঠকেরা, দয়া করে কবিকে ভুল বুঝবেন না।
কিছু মানুষকে উদ্দেশ্য করে লেখা ছোট ক’টি লাইন।
তাৎপর্য বিশ্লেষণ পাঠক, কবিদের হাতে।
জাতপাত মানে না মনে।
যদি না জানে কেউ,
রাজা আমি রাজ্য আমার
সকল কুমারী আমার বউ।
কবি-পাঠকেরা, দয়া করে কবিকে ভুল বুঝবেন না।
কিছু মানুষকে উদ্দেশ্য করে লেখা ছোট ক’টি লাইন।
তাৎপর্য বিশ্লেষণ পাঠক, কবিদের হাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো : রাফায়েত আলম রিফাত ০৮/১০/২০১৪Nice...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪দৈর্ঘ প্রস্থ মেনে লেখা হয় না। দেখতে হয় ভাব। ঠিকআছে।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০১/০৯/২০১৪যা খুশি ওরা বলে বলুক, আমার তাতে কি আসে যায়....
-
একনিষ্ঠ অনুগত ০১/০৯/২০১৪ওরা মানুষ না, নরপিচাস।।
-
আশিস চৌধুরী ৩১/০৮/২০১৪সহমত পোষণ করি,ভালো লেগেছে।ধন্যবাদ।
-
জসীম উদ্দীন মুহম্মদ ৩১/০৮/২০১৪দারুণ !
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৮/২০১৪কথাটার ভাবার্ত অসাধারন লাগল। বেশ উচু দরের কথা।