মধ্যরাতে প্রেয়সী
প্রেয়সী,
তুমি কি তখনো জেগেছিলে,
নাকি ঘুমঘোরে স্বপ্ন দেখছিলে?
যখন মধ্যরাত,
আমার ঘুম ছিল না
স্বপ্নেরাও করে নি উৎপাত।
অমি বিছানা ছেড়ে উঠিনি তবু বসেছিলাম বিছানায়,
মধ্যরাতে আমি শুধু ভেবেছি তোমায়,
তোমার কি অনুভুতিময় স্বপ্ন ছিল তখনো?
এক বিষন্নতার নরম উত্তাপ ভেসে আসছিল
প্রেয়সী তুমি, প্রেয়সী তুমি কি জানো?
তুমি কি তখনো জেগেছিলে,
নাকি ঘুমঘোরে স্বপ্ন দেখছিলে?
যখন মধ্যরাত,
আমার ঘুম ছিল না
স্বপ্নেরাও করে নি উৎপাত।
অমি বিছানা ছেড়ে উঠিনি তবু বসেছিলাম বিছানায়,
মধ্যরাতে আমি শুধু ভেবেছি তোমায়,
তোমার কি অনুভুতিময় স্বপ্ন ছিল তখনো?
এক বিষন্নতার নরম উত্তাপ ভেসে আসছিল
প্রেয়সী তুমি, প্রেয়সী তুমি কি জানো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রিয়েল আবদুল্লাহ ২২/০৮/২০১৯ভালো লাগলো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪না বললে জানবে কি করে? সুন্দর।
-
মাসুম মুনাওয়ার ০৯/০৯/২০১৪ভাল লাগল কবি
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৬/০৯/২০১৪চমৎকার হয়েছে......
আমার মনে হয় একটি লাইন,,,,,,,
"আমি বিছানা থেকে উঠেনি ( উঠিনি) তুব( তবু) "
লাইন টা চেক করার জন্য অনুরোধ করছি। -
রিয়েল আবদুল্লাহ ০৫/০৯/২০১৪অমি বিছানা ছেড়ে উঠেনি তুব বসেছিলাম বিছানায়.....চেঞ্জ করে নিন
-
পলাশ ফারাজী ০৩/০৯/২০১৪দারুণ প্রকাশ।
-
জাজাফী ০২/০৯/২০১৪বিখ্যাত আরব কবি ইমরুল কায়েসের ধাচের কবিতা। এক কথায় অসাধারণ!
-
চূড়ান্ত ৩১/০৮/২০১৪ভালো।
-
উদ্বাস্তু নিশাচর ৩১/০৮/২০১৪চমৎকার
-
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান ৩১/০৮/২০১৪ভালো হয়েছে কবি
-
আশিস চৌধুরী ৩০/০৮/২০১৪খুব ভালো।
-
শূন্য ৩০/০৮/২০১৪অসাধারন লেখনী
-
একনিষ্ঠ অনুগত ২৯/০৮/২০১৪বাহ...
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৮/২০১৪দুর্ধর্ষ লেখনী। অসাধারন কথামালা।
-
আসোয়াদ লোদি ২৯/০৮/২০১৪মধ্যরাতে ঘুমহীন চোখে প্রেয়সী এলো কবির মনে । প্রেমে পড়লে এরকম হয় ।
-
স্বপন রোজারিও(১) ২৯/০৮/২০১৪মধ্যরাতে প্রয়সী
অন্যরকম অনুভূতি।