www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধ্যরাতে প্রেয়সী

প্রেয়সী,
তুমি কি তখনো জেগেছিলে,
নাকি ঘুমঘোরে স্বপ্ন দেখছিলে?
যখন মধ্যরাত,
আমার ঘুম ছিল না
স্বপ্নেরাও করে নি উৎপাত।

অমি বিছানা ছেড়ে উঠিনি তবু বসেছিলাম বিছানায়,
মধ্যরাতে আমি শুধু ভেবেছি তোমায়,
তোমার কি অনুভুতিময় স্বপ্ন ছিল তখনো?
এক বিষন্নতার নরম উত্তাপ ভেসে আসছিল
প্রেয়সী তুমি, প্রেয়সী তুমি কি জানো?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো
  • না বললে জানবে কি করে? সুন্দর।
    • শিমুদা ২৬/০৯/২০১৪
      ভালবাসার অনুভুতিগুলোকে বলার প্রয়োজন হয়না। পরদিন সকালেই প্রেয়সী ঠিকই বলবে “গত রাতে তোমাকে খুব মিস করছিলাম” তখন আমার উত্তরটা কি হবে জানেন? আমি বিছানায় জেগে ছিলাম।
  • মাসুম মুনাওয়ার ০৯/০৯/২০১৪
    ভাল লাগল কবি
  • চমৎকার হয়েছে......
    আমার মনে হয় একটি লাইন,,,,,,,
    "আমি বিছানা থেকে উঠেনি ( উঠিনি) তুব( তবু) "
    লাইন টা চেক করার জন্য অনুরোধ করছি।
  • অমি বিছানা ছেড়ে উঠেনি তুব বসেছিলাম বিছানায়.....চেঞ্জ করে নিন
  • পলাশ ফারাজী ০৩/০৯/২০১৪
    দারুণ প্রকাশ।
  • জাজাফী ০২/০৯/২০১৪
    বিখ্যাত আরব কবি ইমরুল কায়েসের ধাচের কবিতা। এক কথায় অসাধারণ!
  • চূড়ান্ত ৩১/০৮/২০১৪
    ভালো।
  • চমৎকার
  • ভালো হয়েছে কবি
  • আশিস চৌধুরী ৩০/০৮/২০১৪
    খুব ভালো।
  • শূন্য ৩০/০৮/২০১৪
    অসাধারন লেখনী
  • একনিষ্ঠ অনুগত ২৯/০৮/২০১৪
    বাহ...
  • দুর্ধর্ষ লেখনী। অসাধারন কথামালা।
    • শিমুদা ৩০/০৮/২০১৪
      ধন্যবাদ। ভাল লেগেছে মন্তব্য
      • দাদা আমার উপন্যাসে কিন্তু পাইনি আপনাকে।
  • আসোয়াদ লোদি ২৯/০৮/২০১৪
    মধ্যরাতে ঘুমহীন চোখে প্রেয়সী এলো কবির মনে । প্রেমে পড়লে এরকম হয় ।
  • মধ্যরাতে প্রয়সী
    অন্যরকম অনুভূতি।
 
Quantcast