অচেনা অজানা
না, তোমাকে আমি চিনি না
তবু কেন যেন মনে হয় চেনা চেনা।
কখনো তোমাকে দেখিনি আমি,
হয়নিত কখনো তোমাকে জানা,
তবু কেন যেন মনে হয় চেনা জানা।
অপলক চেয়ে দেখি তোমাকে
মনে হয় এই বুঝি চেন তুমি আমাকে।
তোমার কেশ, কালো আঁখি, ওষ্ঠ-অধর, চিবুক, বুক
হস্ত, উদর, নিতম্ব, উরু খোলা দুটি রাঙা চরণ
এক পলকে দেখি সব কেড়ে নিয়ে যত সুখ।
তবু হয়নি তো কখনো কিছু বলা অথবা শুনা
হয়নি তো চেনা জানা, তবু লাগে চেনা চেনা,
রয়ে গেলে তবু তুমি অচেনা, অজানা।
তবু কেন যেন মনে হয় চেনা চেনা।
কখনো তোমাকে দেখিনি আমি,
হয়নিত কখনো তোমাকে জানা,
তবু কেন যেন মনে হয় চেনা জানা।
অপলক চেয়ে দেখি তোমাকে
মনে হয় এই বুঝি চেন তুমি আমাকে।
তোমার কেশ, কালো আঁখি, ওষ্ঠ-অধর, চিবুক, বুক
হস্ত, উদর, নিতম্ব, উরু খোলা দুটি রাঙা চরণ
এক পলকে দেখি সব কেড়ে নিয়ে যত সুখ।
তবু হয়নি তো কখনো কিছু বলা অথবা শুনা
হয়নি তো চেনা জানা, তবু লাগে চেনা চেনা,
রয়ে গেলে তবু তুমি অচেনা, অজানা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৮/০৮/২০১৪খুব ভাল লাগল...
-
একনিষ্ঠ অনুগত ২৮/০৮/২০১৪তোমাকে দেখিনি কভু চোখে, মনে মনে যে ভালোবাসার গল্পটা বেঁধেছিলাম সেখান হতেই আবিষ্কার করেছি তোমায়, আর কিছুটা অজান্তেই বেসে ফেলেছি কিছুটা ভালো...।।
চমৎকার লিখেছেন। -
মঞ্জুর হোসেন মৃদুল ২৮/০৮/২০১৪অসাধারন লাগল।
-
শিমুল শুভ্র ২৮/০৮/২০১৪বাহ!! অসাধারণ কবিতা মন ভরে গেলো ।
-
নাবিক ২৮/০৮/২০১৪দারুন লিখেছেন
-
রফছান খাঁন ২৭/০৮/২০১৪বাহ ! দারুণ লিখেছেন
-
মুস্তাকিম মান্না ২৭/০৮/২০১৪এক কথায় "চরম"!