www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদগ্ধ হৃদয়

না, থাক, আমাকে আর ভালবেসনা
আর তুমি কাছে এস না।
তোমার নরম বুকে জড়িওনা আর।

আমি ভাবি এই ঢের হল বেশি,
তোমাতে আমাতে ভালবাসাবাসি।

কত কিছুই তো হল পাওয়া
থাক না এখন ও সব দেওয়া নেওয়া।
অপুর্ণ থাক কিছু কিছু
কি হবে বল ভেবে আগু পিছু?

আমি তো ভাবি এই ঢের হল বেশি
তোমাতে আমাতে ভালবাসাবাসি।

না, থাক আমাকে আর কথা দিও না।
আমাকে ও কথা দিতে বলনা
মুছে ফেলনা ও গালের রাঙা চুম্বন
কেন করবে বল মিথ্যে স্মরণ?

বিনা দোষে ভেবেছি অনেক কিছু
সন্দেহের বেড়াজালে হেটেছি পিছু পিছু
তাই বলি এভাবে তো চলে না,
প্রেম তো কখনো ছলনাতে জ্বলে না।
প্রেমের দামে প্রেম হয় বেচাকেনা
বাকির কারবারিতে নয়তো লেনাদেনা।

তাই বলি আর ভালবেসনা
অমন করে চোখে চোখ রেখনা
আমি ভাবি, এই হল ঢের বেশি-
তোমাতে আমাতে ভালবাসাবাসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোবাসা ভালোবাসা অনুপম। সুন্দর হয়েছে লেখাটা ভালো লাগলো।
  • ইলিয়াস আহমেদ ২৬/০৮/২০১৪
    আপনার সবগুলো কবিতাই দেখি প্রেম নিয়ে লেখা ।
    • শিমুদা ২৬/০৮/২০১৪
      সত্যিই তো ভাববার বিষয়টা । কি করা যায় বলুন তো। হাঃহাঃহাঃ
      ভাল লাগেছে মন্তব্য।
  • পিয়ালী দত্ত ২৫/০৮/২০১৪
    দারুন কবি
  • চমত্‍কার
  • অসাধারন ভাবনায় চমৎকার লেখনী।
  • একনিষ্ঠ অনুগত ২৫/০৮/২০১৪
    বাহ... চমৎকার।
  • আবু সাহেদ সরকার ২৫/০৮/২০১৪
    সুন্দর লাগলো।
  • নাবিক ২৫/০৮/২০১৪
    darun laglo..
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৫/০৮/২০১৪
    valobasher sash nei...onnotokaler
 
Quantcast