শ্রাবণ বাদল
বাদল ও বারিধরায়
আমার এ মনো বীণায়
সুর তোলে বৃষ্টির নুপুর,
এসেছিলে বৃষ্টি সেজে কদমের গন্ধ মেখে
শ্রাবণের কোন এক নগ্ন দুপুর।
তোমার ও মুখের আদল
ঝরা এ শ্রাবণ বাদল
যেন বৃষ্টি ভেজা সাদা কদম ফুল,
শত পুষ্প স্রোতে তোমাকে খুজে পেতে
করেনি তো আঁখি মোর এতটুকু ভুল।
আমার এ মনো বীণায়
সুর তোলে বৃষ্টির নুপুর,
এসেছিলে বৃষ্টি সেজে কদমের গন্ধ মেখে
শ্রাবণের কোন এক নগ্ন দুপুর।
তোমার ও মুখের আদল
ঝরা এ শ্রাবণ বাদল
যেন বৃষ্টি ভেজা সাদা কদম ফুল,
শত পুষ্প স্রোতে তোমাকে খুজে পেতে
করেনি তো আঁখি মোর এতটুকু ভুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২৮/১২/২০১৪
-
মঞ্জুর হোসেন মৃদুল ২২/০৮/২০১৪চমৎকার ভাবনায় অনন্য একটি প্রয়াস।
-
শিমুল শুভ্র ২২/০৮/২০১৪অসাধারণ কবিতা পাঠ করলাম ।
-
সাইদুর রহমান ২২/০৮/২০১৪কবিতা ছোট হলেও
মন কাড়া কবিতাখানি।
শুভেচ্ছা নিবেন। -
সুব্রত ঘোষ ২২/০৮/২০১৪কবি এ প্রেম চাই আরও আরও , খুব ভালো উপমাময় কবিতা
ধন্যবাদ