শ্যামাঙ্গীনি
ওগো তুমি শ্যামাঙ্গীনি
তুমি কত সুন্দরী
ভুলেও তো সে রুপ দেখনি,
বল কেমনে বুঝবে তুমি
কেন ও দুটি চোখে,চুপি চুপি তাকাই আমি।
আমার এ মনটায়
তোমার ও রুপের ছটায়
কত কল্প রানীর ভিড়,
ভালবাসার অভিমানে আমার এ সরল প্রাণে
ছোট ছোট ঢেউ গুলি ভাঙ্গে নদী তীর।।
তুমি কত সুন্দরী
ভুলেও তো সে রুপ দেখনি,
বল কেমনে বুঝবে তুমি
কেন ও দুটি চোখে,চুপি চুপি তাকাই আমি।
আমার এ মনটায়
তোমার ও রুপের ছটায়
কত কল্প রানীর ভিড়,
ভালবাসার অভিমানে আমার এ সরল প্রাণে
ছোট ছোট ঢেউ গুলি ভাঙ্গে নদী তীর।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২১/০৮/২০১৪খুব ভাল
-
মঞ্জুর হোসেন মৃদুল ২১/০৮/২০১৪দুর্দান্ত ভাবনা।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ২১/০৮/২০১৪সুন্দর।
-
স্বপন রোজারিও(১) ২১/০৮/২০১৪প্রথম ভালোবাসা এমনই হয়,
শ্যামাঙ্গীনি আসবে নিশ্চয়। -
শিমুল শুভ্র ২১/০৮/২০১৪বেশ অভনব । ভালো লাগলো ।