কুরবানী
বছর ঘুরে কুরবানী ফের এলো মু'মিনের ঘরে
হে প্রভু তোমার ভীতি গেঁথে দাও মোর অন্তরে।
পরখ করতে চেয়েছিলে তুমি ধৈর্য্যের সীমানা
সেই কাহিনী কোটি মু'মিনের ইমানের নিশানা।
আল্লাহর রাহে দুই প্রেমিকের প্রেমের কুরবানী
ভক্তের প্রাণে প্রভুর দিদার পাওয়ার হাতছানি।
ভেবে দেখো হে মুমিন তোমার উপার্জনের পথ
অপরের হক আদায়ে সদা ছিলে কি তুমি সৎ?
তোমার কথায় চাল চলনে ছিল কি অহংকার
সকলের তরে দিয়েছ কি তুমি সুষম অধিকার?
যদি না হয় তোমার জন্য নয় তো এই কুরবানী
খুলে দেখো মহান আল্লাহ ও রসূলের(স) বাণী।
যাহাই করেছ কুরবানী তুমি হাম্বা দুম্বা ও বকরি
আল্লাহর কাছে গোশত তার পৌঁছে না কানাকড়ি।
নিরিহ পশুরা শুধুই প্রতীক জেনে নাও হে জ্ঞানী
বিধাতার তরে নিজেরে তুমি করে দাও কুরবানী।
এ নহে শুধু গোশত খাওয়ার নিছক সামাজিকতা
আল্লাহর রাহে দুই প্রেমিকের ত্যাগের বিশালতা।
মনের পশুকে কুরবানী করো বনের পশুকে নয়
হয়তো এভাবে পাবো একদিন বিধাতার পরিচয়।
আমাদের কুরবানী হোক তোমার খুশিকে ঘিরে
তোমার প্রেমেতে কুরবান হতে দাও ফিরে ফিরে।
প্রভু হে দয়াময় মোদেরে সে পথে করো শামিল
যে পথ দেখিয়ে গেছেন নবী ইব্রাহিম ইসমাইল।
*****
রচনা কালঃ ২৭ জুন ২০২৩
হে প্রভু তোমার ভীতি গেঁথে দাও মোর অন্তরে।
পরখ করতে চেয়েছিলে তুমি ধৈর্য্যের সীমানা
সেই কাহিনী কোটি মু'মিনের ইমানের নিশানা।
আল্লাহর রাহে দুই প্রেমিকের প্রেমের কুরবানী
ভক্তের প্রাণে প্রভুর দিদার পাওয়ার হাতছানি।
ভেবে দেখো হে মুমিন তোমার উপার্জনের পথ
অপরের হক আদায়ে সদা ছিলে কি তুমি সৎ?
তোমার কথায় চাল চলনে ছিল কি অহংকার
সকলের তরে দিয়েছ কি তুমি সুষম অধিকার?
যদি না হয় তোমার জন্য নয় তো এই কুরবানী
খুলে দেখো মহান আল্লাহ ও রসূলের(স) বাণী।
যাহাই করেছ কুরবানী তুমি হাম্বা দুম্বা ও বকরি
আল্লাহর কাছে গোশত তার পৌঁছে না কানাকড়ি।
নিরিহ পশুরা শুধুই প্রতীক জেনে নাও হে জ্ঞানী
বিধাতার তরে নিজেরে তুমি করে দাও কুরবানী।
এ নহে শুধু গোশত খাওয়ার নিছক সামাজিকতা
আল্লাহর রাহে দুই প্রেমিকের ত্যাগের বিশালতা।
মনের পশুকে কুরবানী করো বনের পশুকে নয়
হয়তো এভাবে পাবো একদিন বিধাতার পরিচয়।
আমাদের কুরবানী হোক তোমার খুশিকে ঘিরে
তোমার প্রেমেতে কুরবান হতে দাও ফিরে ফিরে।
প্রভু হে দয়াময় মোদেরে সে পথে করো শামিল
যে পথ দেখিয়ে গেছেন নবী ইব্রাহিম ইসমাইল।
*****
রচনা কালঃ ২৭ জুন ২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০২/০৭/২০২৩♥️♥️
-
ফয়জুল মহী ০১/০৭/২০২৩নিখুঁত শব্দের গাঁথুনি তে অনন্য প্রকাশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৭/২০২৩অনেক অনেক সুন্দর।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৭/২০২৩অনবদ্য