শাপলা চত্তরের সমাবেশ
কইছে ভাবি লগে আছি
আর কি তোমার ভয়,
উড়াই দিমু যারাই বলে
জয় বাংলার জয়।
চাইছে ভাবি আবার কিছু
সরল প্রানের ক্ষয়।
এই চালাকি তেঁতুল মিয়ার
বুঝার কথা নয়।
ভাবির কথায় তেঁতুল মিয়া
পরল একি চক্করে।
হুমরি খেয়ে আইল সবে
ঢাকার শাপলা চত্তরে।
ভাঙল দোকান পুড়ল কোরান
তেঁতুল মিয়ার সাঙ্গরা।
টনক নড়ে উঠল এবার
সজাগ হল শাসকরা।
রুখতে হবে সব অনাচার
শাসকদের এই প্রতিজ্ঞা
এমন হতে আর দেবনা
পাক কোরানের অবজ্ঞা।
পান্ডাদেরকে ডাইকা ভাবি
কইল সবাই সঙ্গে থাক,
কি অসহায় তেঁতুল মিয়া!
কেউ শুনেনা ভাবির ডাক।
মধ্য রাতের অভিযানে
সাংগ হল সমাবেশ,
ভাবির আশা ভংগ হল
স্বস্তি পেল বাংলাদেশ।
*****
রচনা কালঃ ২৮ মে ২০১৩
আর কি তোমার ভয়,
উড়াই দিমু যারাই বলে
জয় বাংলার জয়।
চাইছে ভাবি আবার কিছু
সরল প্রানের ক্ষয়।
এই চালাকি তেঁতুল মিয়ার
বুঝার কথা নয়।
ভাবির কথায় তেঁতুল মিয়া
পরল একি চক্করে।
হুমরি খেয়ে আইল সবে
ঢাকার শাপলা চত্তরে।
ভাঙল দোকান পুড়ল কোরান
তেঁতুল মিয়ার সাঙ্গরা।
টনক নড়ে উঠল এবার
সজাগ হল শাসকরা।
রুখতে হবে সব অনাচার
শাসকদের এই প্রতিজ্ঞা
এমন হতে আর দেবনা
পাক কোরানের অবজ্ঞা।
পান্ডাদেরকে ডাইকা ভাবি
কইল সবাই সঙ্গে থাক,
কি অসহায় তেঁতুল মিয়া!
কেউ শুনেনা ভাবির ডাক।
মধ্য রাতের অভিযানে
সাংগ হল সমাবেশ,
ভাবির আশা ভংগ হল
স্বস্তি পেল বাংলাদেশ।
*****
রচনা কালঃ ২৮ মে ২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৯/০৮/২০২৩ভালো। বেশ ভালো।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৯/০৫/২০২৩অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৫/২০২৩অনবদ্য
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৫/২০২৩অনেক সুন্দর লেখাটি!
-
রাবেয়া মৌসুমী ০৬/০৫/২০২৩আরো ভালো করবেন আশা রাখি।
-
ফয়জুল মহী ০৫/০৫/২০২৩হৃদয় ছুঁয়ে গেল