www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের বিদ্যালয়

কৃষ্ণচূড়ার ছায়ে লাল রঙে মোড়া
আমাদের বিদ্যালয়
এখানে কত যে জ্ঞানী গুণী আর
মেধাবি জন্ম হয়।
আমাদের ছিলো পিতা-মাতা সম
দেশ সেরা শিক্ষক
আদর ও শাসনে শিক্ষা দিয়েছে
জীবনের নানা ছক।
বারেবারে কেন ফিরে আসে না
সে'সব সুখের দিন
স্কুল প্রাঙ্গণে দুর্বার চলা আজও
স্মৃতিতে অমলিন।

দাড়িয়া বান্ধা গুল্লার চোট কানা
মাছি কত খেলা
ক্লাসের ফাঁকে তোদের সাথেই
জমতো খুশির মেলা।
এ মাঠে জড়ানো কত হাসি গান
কত আছে বেদনা
এতটা বছর কেটে গেছে আজও
ভুলে যেতে পারি না।
বারেবারে কেন ফিরে আসে না
সে'সব সুখের দিন
স্কুল প্রাঙ্গণে দুর্বার চলা আজও
স্মৃতিতে অমলিন।

তোরাই তো ছিলি আপন সেদিন
তোরাই যে ছিলি প্রাণ
তোদের সাথেই কতো খুনসুটি
আজো গাই সেই গান।
তোরা ছিলি তোরা আছিস তোরা
থাকবি যে চিরদিন
আমাদের এই সুখবন্ধন যেন না
ভাঙ্গে কোনদিন।
বারেবারে কেন ফিরে আসে না
সে'সব সুখের দিন
স্কুল প্রাঙ্গণে দুর্বার চলা আজও
স্মৃতিতে অমলিন।

ভালোবাসি এই লাল দালান আর
এ মাঠের সুধা মাটি
যুগ যুগ ধরে আমাদের এই
বন্ধন রবে খাঁটি।
যখন যেখানে যেভাবেই থাকি
থাকবে না অভিমান
অপরের লাগি থাকিবো যে সদা
হোক আগামীর গান।
বারেবারে কেন ফিরে আসে না
সে'সব সুখের দিন
স্কুল প্রাঙ্গণে দুর্বার চলা আজও
স্মৃতিতে অমলিন।
*****

রচনাকাল: ১৪ জুলাই ২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৭/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শ.ম. শহীদ ১১/১১/২০২২
    খুব সুন্দর লিখেছেন সম্মানিত কবি।
  • চমৎকার লিখেছেন
  • চমৎকার লিখেছেন
  • শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতি সে ত মধুময়।
  • আজ আর সে অবস্থা নেই
    তবু জেগে আছে মনের মাঝে অসীম স্মৃতি।
  • ফয়জুল মহী ১৮/০৭/২০২২
    অনবদ্য লিখন শৈলীতে চমকপ্রদ প্রকাশ
  • শুভজিৎ বিশ্বাস ১৮/০৭/২০২২
    স্মৃতি চারণ হয়ে গেল। ধন্যবাদ কবি।
 
Quantcast