পদ্মা সেতু আমাদের গর্ব
পদ্মা সেতু গর্ব মোদের
ঐ দেখা যায় ঐ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
দম্ভ করে বলছিলি তুই
পদ্মা সেতু হবে না
চূর্ণ হলো দম্ভ তোদের
লজ্জা তবু পাবি না?
নয়ন ভরে দেখ তোরা
পদ্মায় সেতু ঐ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
এগিয়ে যাচ্ছে এই দেশ
কি যে অপরুপ দৃশ্য
ডরায় না বীর বাঙালি
দেখেছে সারা বিশ্ব।
আমাদের আছে হাসিনা
নিত্যই শুনি মাভৈ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
পদ্মা সেতু গর্ব মোদের
ঐ দেখা যায় ঐ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
*****
রচনা কাল: ২৫ জুন ২০২২
ঐ দেখা যায় ঐ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
দম্ভ করে বলছিলি তুই
পদ্মা সেতু হবে না
চূর্ণ হলো দম্ভ তোদের
লজ্জা তবু পাবি না?
নয়ন ভরে দেখ তোরা
পদ্মায় সেতু ঐ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
এগিয়ে যাচ্ছে এই দেশ
কি যে অপরুপ দৃশ্য
ডরায় না বীর বাঙালি
দেখেছে সারা বিশ্ব।
আমাদের আছে হাসিনা
নিত্যই শুনি মাভৈ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
পদ্মা সেতু গর্ব মোদের
ঐ দেখা যায় ঐ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
*****
রচনা কাল: ২৫ জুন ২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৬/০৬/২০২২খুব সুন্দর
-
ফয়জুল মহী ২৫/০৬/২০২২মনোমুগ্ধকর একটি কবিতা
ভালোবাসা নিরন্তর ।