পদ্মা সেতু
পদ্মা নদীতে দুই ভাগ দেশ দুঃখের সীমা নাই
কোটি মানুষের প্রত্যাশা তাই পদ্মা সেতু চাই।
ভাবী বলতো-‘পদ্মা সেতু! পারবিনা দিতে তুই
আমরা যদি ক্ষমতায় আসি বানাবো গোটা দুই।‘
দাতারা বলেছে-‘আভাস পাচ্ছি তসরুফ হবে ভাই
তোমাদের দেশের উন্নয়ন হবে আমরা এতে নাই।‘
দেশি ও বিদেশি চক্রান্তে বিপাকে দাতা সংস্থা
বিশ্বব্যাংক জানিয়ে দিলো ঋণ দেয়ার নাই পন্থা।
মামলা হলো, তদন্ত হলো ফাঁস হলো ষড়যন্ত্র
উন্নয়নটা থামানোই ছিলো চক্রীদের মূলমন্ত্র।
দাতারা আবার ছুটে এলো ফের করিতে সহায়তা
আপা বলেছেন- ‘চাই না তোদের এমন উদারতা।
আমরা বানাবো পদ্মা সেতু আল্লাহ যদি চায়
ধারধারি না বিশ্বব্যাংকের বানাবো নিজ টাকায়।‘
বিস্ময়ে সারা বিশ্ব দেখেছে সেতুটি দৃশ্যমান
হিমালয় সমান দৃঢ়তায় জন নেত্রীর অবদান।
দেশ মাতৃকার উন্নয়নে বাঁধ সেধেছিলো যারা
ইতিহাসের কালো অধ্যায়ে ঘৃণায় থাকবে তারা।
******
কোটি মানুষের প্রত্যাশা তাই পদ্মা সেতু চাই।
ভাবী বলতো-‘পদ্মা সেতু! পারবিনা দিতে তুই
আমরা যদি ক্ষমতায় আসি বানাবো গোটা দুই।‘
দাতারা বলেছে-‘আভাস পাচ্ছি তসরুফ হবে ভাই
তোমাদের দেশের উন্নয়ন হবে আমরা এতে নাই।‘
দেশি ও বিদেশি চক্রান্তে বিপাকে দাতা সংস্থা
বিশ্বব্যাংক জানিয়ে দিলো ঋণ দেয়ার নাই পন্থা।
মামলা হলো, তদন্ত হলো ফাঁস হলো ষড়যন্ত্র
উন্নয়নটা থামানোই ছিলো চক্রীদের মূলমন্ত্র।
দাতারা আবার ছুটে এলো ফের করিতে সহায়তা
আপা বলেছেন- ‘চাই না তোদের এমন উদারতা।
আমরা বানাবো পদ্মা সেতু আল্লাহ যদি চায়
ধারধারি না বিশ্বব্যাংকের বানাবো নিজ টাকায়।‘
বিস্ময়ে সারা বিশ্ব দেখেছে সেতুটি দৃশ্যমান
হিমালয় সমান দৃঢ়তায় জন নেত্রীর অবদান।
দেশ মাতৃকার উন্নয়নে বাঁধ সেধেছিলো যারা
ইতিহাসের কালো অধ্যায়ে ঘৃণায় থাকবে তারা।
******
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৭/২০২৪বেশ সুন্দর
-
এম এম হোসেন ২৫/০৬/২০২২পদ্মাসেতু
-
বিধান চন্দ্র ধর ২৫/০৬/২০২২চমৎকার !