সুপ্ত আরতি
কতোকাল ধরে ঘুমিয়ে রয়েছো
একেলা শূন্য ঘরে
তোমার কাছে ছুটে যেতে মাগো
মন যে কেমন করে।
ব্যথা-বেদনায় যে বাছারে মাগো
রেখেছ বুকের 'পরে
অকূল নিদানে একা ফেলে তারে
ঘুমাও কেমন করে?
তোমার দুয়ারে কড়া নাড়ে ওগো
তোমারি বাছাধন
জেগে ওঠে মাগো বুকে টেনে লও
মেলো তব দুনয়ন।
যেই ক্ষণে তুমি সব মায়া ছেড়ে
গিয়েছিলে পরপারে
সোনা মুখ খানি জড়াইয়া ছিল
আমার অঞ্জলি ভরে।
উঁচু করে ধরে সোনা মুখ খানি
কেঁদে কেঁদে সেই দিন
বলেছি তোমায় যেওনাগো ছেড়ে
শোধিতে পারিনি ঋণ।
মনে হয় যেন আজও ধরে আছি
সেই প্রিয় সোনা মুখ
যেই মুখে জমা করে রাখা ছিল
আমার সকল সুখ।
কাটে নাতো দিন তুমিহীনা মাগো
আঁখি ঝরে অবিরাম
দিবানিশি কাঁদি বসিয়া বিজনে
জপি শুধু তব নাম।
দুই হাত তুলে করি মোনাজাত
হে রহিম রহমান
মায়েরে আমার বেহেশতে রেখো
দিও তারে সম্মান।
***
রচনা কালঃ ১৫ জুন ২০২২
একেলা শূন্য ঘরে
তোমার কাছে ছুটে যেতে মাগো
মন যে কেমন করে।
ব্যথা-বেদনায় যে বাছারে মাগো
রেখেছ বুকের 'পরে
অকূল নিদানে একা ফেলে তারে
ঘুমাও কেমন করে?
তোমার দুয়ারে কড়া নাড়ে ওগো
তোমারি বাছাধন
জেগে ওঠে মাগো বুকে টেনে লও
মেলো তব দুনয়ন।
যেই ক্ষণে তুমি সব মায়া ছেড়ে
গিয়েছিলে পরপারে
সোনা মুখ খানি জড়াইয়া ছিল
আমার অঞ্জলি ভরে।
উঁচু করে ধরে সোনা মুখ খানি
কেঁদে কেঁদে সেই দিন
বলেছি তোমায় যেওনাগো ছেড়ে
শোধিতে পারিনি ঋণ।
মনে হয় যেন আজও ধরে আছি
সেই প্রিয় সোনা মুখ
যেই মুখে জমা করে রাখা ছিল
আমার সকল সুখ।
কাটে নাতো দিন তুমিহীনা মাগো
আঁখি ঝরে অবিরাম
দিবানিশি কাঁদি বসিয়া বিজনে
জপি শুধু তব নাম।
দুই হাত তুলে করি মোনাজাত
হে রহিম রহমান
মায়েরে আমার বেহেশতে রেখো
দিও তারে সম্মান।
***
রচনা কালঃ ১৫ জুন ২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২২বেশ সুন্দর মননশীল উচ্চারণ,শব্দের চমৎকার গাঁথুনিতে নানন্দিকতার ছোঁয়া প্রিয় লেখক
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০৬/২০২২অসাধারণ আবেগের প্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৬/২০২২বাহ্
-
আলমগীর সরকার লিটন ১৬/০৬/২০২২গীতি কবিতা মনে হলো