সমর্পণ
তোমার সকাশে হাজির হয়েছি ওগো মোর প্রিয়তম
আমার আমিকে বিনাশ করিয়া তোমারেই করি নম
জগতের যত প্রসংশা সবই তোমাতে বিরাজমান
কি! মধুর তব নাম ওগো তুমি পবিত্র মহিয়ান।
সকল তারিফ তোমারই জন্য তুমি হে করুণাময়
দিবানিশি তব আরাধনা করি চাই তব আশ্রয়
সাবলীল ধারা দেখাও আমায় জগতের মহাগোরে
যাহাদেরে তুমি ভালবাসিয়াছ সেই পথে রাখো মোরে।
নির্মল তুমি, সুমহান তুমি, শিখর হিমাদ্রির
হে রাজাধিরাজ দুয়ারে তব সদা নত মোর শির
গাহি অফুরান মহিমা তোমার রহমান রাব্বানা
যত গাহি তব গুনগান তবুও তৃষ্ণাতো মিটেনা।
হৃদয় আমার বিগলিত সদা প্রভূ তব সেজদাতে
গুনাহগার কাঁদি দরবারে তব ক্ষম নিজ করুণাতে
দানকর মোরে ধন মান জ্ঞান বিধাতা আমার ওরে
শুচি কর তুমি দেহমন আমার সজীবতা দাও ভরে।
আমার যাকিছু আরাধনা ওগো প্রভূ সব তোমারি
নবীজির(স.) উপরে বর্ষণ কর রহমতের বারি
আরাম আয়েশ দান কর ওগো ভবে যারা সালেহিন
ছিটেফোঁটা তার আমাদেরও দিও আমরাযে জ্ঞানহীন।
তুমি ছাড়া আর নাই কোন রব নবী মোর হযরত
দু’জাহানে তুমি হিত কর মোর তুমি ছাড়া নাই পথ
তুমি রহমান করুণার আধার দুই জাহানের স্বামী
সকল প্রাণিরে সুখি কর তুমি ওগো অন্তর্যামী।
*******
রচনাকালঃ ২১ অক্টোবর ২০১৫
আমার আমিকে বিনাশ করিয়া তোমারেই করি নম
জগতের যত প্রসংশা সবই তোমাতে বিরাজমান
কি! মধুর তব নাম ওগো তুমি পবিত্র মহিয়ান।
সকল তারিফ তোমারই জন্য তুমি হে করুণাময়
দিবানিশি তব আরাধনা করি চাই তব আশ্রয়
সাবলীল ধারা দেখাও আমায় জগতের মহাগোরে
যাহাদেরে তুমি ভালবাসিয়াছ সেই পথে রাখো মোরে।
নির্মল তুমি, সুমহান তুমি, শিখর হিমাদ্রির
হে রাজাধিরাজ দুয়ারে তব সদা নত মোর শির
গাহি অফুরান মহিমা তোমার রহমান রাব্বানা
যত গাহি তব গুনগান তবুও তৃষ্ণাতো মিটেনা।
হৃদয় আমার বিগলিত সদা প্রভূ তব সেজদাতে
গুনাহগার কাঁদি দরবারে তব ক্ষম নিজ করুণাতে
দানকর মোরে ধন মান জ্ঞান বিধাতা আমার ওরে
শুচি কর তুমি দেহমন আমার সজীবতা দাও ভরে।
আমার যাকিছু আরাধনা ওগো প্রভূ সব তোমারি
নবীজির(স.) উপরে বর্ষণ কর রহমতের বারি
আরাম আয়েশ দান কর ওগো ভবে যারা সালেহিন
ছিটেফোঁটা তার আমাদেরও দিও আমরাযে জ্ঞানহীন।
তুমি ছাড়া আর নাই কোন রব নবী মোর হযরত
দু’জাহানে তুমি হিত কর মোর তুমি ছাড়া নাই পথ
তুমি রহমান করুণার আধার দুই জাহানের স্বামী
সকল প্রাণিরে সুখি কর তুমি ওগো অন্তর্যামী।
*******
রচনাকালঃ ২১ অক্টোবর ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ২৪/০৫/২০২০বাহ্!
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৫/২০২০Fantastic!
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৫/২০২০ভালো।
-
ইতি হালদার ২৪/০৫/২০২০অপূর্ব অভিব্যক্তি...।।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০৫/২০২০Good writting...
-
ফয়জুল মহী ২৪/০৫/২০২০অপূর্ব শব্দ বুনন ।