www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমর্পণ

তোমার সকাশে হাজির হয়েছি ওগো মোর প্রিয়তম
আমার আমিকে বিনাশ করিয়া তোমারেই করি নম
জগতের যত প্রসংশা সবই তোমাতে বিরাজমান
কি! মধুর তব নাম ওগো তুমি পবিত্র মহিয়ান।

সকল তারিফ তোমারই জন্য তুমি হে করুণাময়
দিবানিশি তব আরাধনা করি চাই তব আশ্রয়
সাবলীল ধারা দেখাও আমায় জগতের মহাগোরে
যাহাদেরে তুমি ভালবাসিয়াছ সেই পথে রাখো মোরে।

নির্মল তুমি, সুমহান তুমি, শিখর হিমাদ্রির
হে রাজাধিরাজ দুয়ারে তব সদা নত মোর শির
গাহি অফুরান মহিমা তোমার রহমান রাব্বানা
যত গাহি তব গুনগান তবুও তৃষ্ণাতো মিটেনা।

হৃদয় আমার বিগলিত সদা প্রভূ তব সেজদাতে
গুনাহগার কাঁদি দরবারে তব ক্ষম নিজ করুণাতে
দানকর মোরে ধন মান জ্ঞান বিধাতা আমার ওরে
শুচি কর তুমি দেহমন আমার সজীবতা দাও ভরে।

আমার যাকিছু আরাধনা ওগো প্রভূ সব তোমারি
নবীজির(স.) উপরে বর্ষণ কর রহমতের বারি
আরাম আয়েশ দান কর ওগো ভবে যারা সালেহিন
ছিটেফোঁটা তার আমাদেরও দিও আমরাযে জ্ঞানহীন।

তুমি ছাড়া আর নাই কোন রব নবী মোর হযরত
দু’জাহানে তুমি হিত কর মোর তুমি ছাড়া নাই পথ
তুমি রহমান করুণার আধার দুই জাহানের স্বামী
সকল প্রাণিরে সুখি কর তুমি ওগো অন্তর্যামী।
*******

রচনাকালঃ ২১ অক্টোবর ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কুমারেশ সরদার ২৪/০৫/২০২০
    বাহ্!
  • Fantastic!
  • ভালো।
  • ইতি হালদার ২৪/০৫/২০২০
    অপূর্ব অভিব্যক্তি...।।
  • Good writting...
  • ফয়জুল মহী ২৪/০৫/২০২০
    অপূর্ব  শব্দ বুনন ।
 
Quantcast