সেই মেয়েটি
ছাদের উপর নিরিবিলি বসে একাকী প্রকৃতি উপভোগ করছি। পেছন থেকে কে যেন পিঠে চিমটি কাটল। কিঞ্চিৎ বিরক্তিত হয়ে তাকিয়ে দেখি মালিহা।
মালিহা: সাহেব এখানে একা বসে কি করেন?
আমি: ইয়ে মানে...
মালিহা: থাক আর মানে বলা লাগবেনা। নিচে চলো, কাজ আছে।
আমি তার পিছু পিছু নিচে চললাম। মালিহা আমার খালাত বোন। আজ ওর বিয়ে। সে আমার থেকে দুই বছরের বড়। তিনদিন ধরে বাড়িতে বিনোদন চলছে। মেয়েরা এবং ছেলেরা রং মাখামাখি করছে। বেশ আনন্দের সাথে দিনটি কাটালাম। রাতে খালাদের টিভির সামনে একা বসে অনুষ্ঠান দেখছি। হঠাৎ মালিহা এসে আমার হাত ধরে কোনো কথা না বলে টেনে নিয়ে যেতে লাগল। আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না। আমি তার সাথে বহু পথ হাঁটলাম। তারপর সে থামল। কোনো কথা না বলে সে আমার মুখে একটা চুমু দিল। আমি হতভম্ব হয়ে গেলাম এবং কিছুটা লজ্জিতবোধও করলাম।
আমি: কি করছিস এটা? কেউ জানতে পারলে সমাজে মুখ দেখাবো কি করে?
মালিহা: আমি তোকে বিয়ে করতে চাই। চল আমরা পালাই।
আমি: তোর মাথা খারাপ? তুই আমার থেকে বড়, আর তাছাড়া কাল তোর বিয়ে।
সে আর কোনো কথা না বলে বাড়ি ফিরে গেল। এবার আমি তার পিছু না গিয়ে কিছুটা পরে বাড়ি গেলাম। পরের দিন সকালেই দুঃসংবাদ- মালিহা আর পৃথিবীতে নেই।
মালিহা: সাহেব এখানে একা বসে কি করেন?
আমি: ইয়ে মানে...
মালিহা: থাক আর মানে বলা লাগবেনা। নিচে চলো, কাজ আছে।
আমি তার পিছু পিছু নিচে চললাম। মালিহা আমার খালাত বোন। আজ ওর বিয়ে। সে আমার থেকে দুই বছরের বড়। তিনদিন ধরে বাড়িতে বিনোদন চলছে। মেয়েরা এবং ছেলেরা রং মাখামাখি করছে। বেশ আনন্দের সাথে দিনটি কাটালাম। রাতে খালাদের টিভির সামনে একা বসে অনুষ্ঠান দেখছি। হঠাৎ মালিহা এসে আমার হাত ধরে কোনো কথা না বলে টেনে নিয়ে যেতে লাগল। আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না। আমি তার সাথে বহু পথ হাঁটলাম। তারপর সে থামল। কোনো কথা না বলে সে আমার মুখে একটা চুমু দিল। আমি হতভম্ব হয়ে গেলাম এবং কিছুটা লজ্জিতবোধও করলাম।
আমি: কি করছিস এটা? কেউ জানতে পারলে সমাজে মুখ দেখাবো কি করে?
মালিহা: আমি তোকে বিয়ে করতে চাই। চল আমরা পালাই।
আমি: তোর মাথা খারাপ? তুই আমার থেকে বড়, আর তাছাড়া কাল তোর বিয়ে।
সে আর কোনো কথা না বলে বাড়ি ফিরে গেল। এবার আমি তার পিছু না গিয়ে কিছুটা পরে বাড়ি গেলাম। পরের দিন সকালেই দুঃসংবাদ- মালিহা আর পৃথিবীতে নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল ইসলাম রাব্বি ০৭/১২/২০১৬
-
সহিদুল হক ০৪/১২/২০১৬শুভেচ্ছা
-
পরশ ০৪/১২/২০১৬আজকাল কবিরাও গল্প লিখছেন মনে হচ্ছে......
-
সন্দীপ মন্ডল ০৪/১২/২০১৬।
-
streaming river ০৪/১২/২০১৬আত্নহত্যার সিদ্ধান্ত নেওয়া মালিহার একবারেই ঠিক হয়নি
-
ফয়েজ উল্লাহ রবি ০৩/১২/২০১৬ছোট গল্প ভাল হয়েছে।
প্রথম দিকে আপনি, পরে তুমি, এবং তুই
এতো জলদী পরির্বতন ভাল দেখায় না।
লিখে যান আরও ভাল লেখা আশা করি।
আবার একটু সাজিয়ে নিন। প্রকাশ করে দেব। -
কবি শেখ ফয়সাল ০১/১২/২০১৬প্রথম অভিজ্ঞতা.....
বুঝতে পারেন নি মালিহাকে বোঝাতেও পারেন নি....
.
কবিরা এত অবুজ কেন?