আয়েশা নামা-১৪
উত্তাল সমুদ্রের তটরেখায় দাড়িয়ে আছি আমি।
সাথে আয়েশা আর আমাদের ছোট্ট ছেলে সাফুয়ান।।
আয়েশার চুলগুলো ফাল্গুনের ঠান্ডা বাতাসে
ঢেউয়ের সঙ্গে তাল মিলাচ্ছে।।।
সমুদ্রের দিকে অপলকদৃষ্টিতে তাকিয়ে দেখছি আর ভাবছি
কিছুক্ষণের মধ্যেই সূর্যটা অস্ত যাবে।।।
বিশাল সমুদ্র সফেন কত জঞ্জাল ধুয়ে নিয়ে ঐকুলে নিয়ে ফেলে, আমার সমস্ত অহমিকা, অহংবোধ, ক্রোধ,অশোভন সব চিন্তা নিয়ে যেতে পারোনা? হে বায়ুদেব সখা।।
আমাকে পবিত্র একটা মস্তিষ্ক ও ওষ্ঠাধর দান করো যাতে আমি আয়েশা ও পুত্রসহকে পবিত্র চুম্বন দিতে পারি।।।
ভাবতে ভাবতে আয়েশার দিকে তাকিয়ে বলছি মুচকি হেসে,
পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে বেঁচে থাকা,তাই নয় কি?
প্রিয়তমেষু আয়েশার সঙ্গে চারপায়ে ভেজা।।
সাথে যদি থাকে আমাদের ছোট্ট সাফুয়ান।
আমাদের দুজনের প্রশান্তি!!
নশ্বর জীবনে আর আফসোসের কি বা বাকি থাকে।
আয়েশা দুচোখ ভরে আমার দিকে উদ্দেশহীন ভাবে তাকিয়ে আছে, কিছুই বলছে না। সমুদ্রের নমনীয় ঢেউ এসে আমাদের পায়ের নিচে আত্মসমর্পণ করছে আসামীর মতো।
আয়েশা! প্রিয়তমেষু আয়েশা।
সাথে আয়েশা আর আমাদের ছোট্ট ছেলে সাফুয়ান।।
আয়েশার চুলগুলো ফাল্গুনের ঠান্ডা বাতাসে
ঢেউয়ের সঙ্গে তাল মিলাচ্ছে।।।
সমুদ্রের দিকে অপলকদৃষ্টিতে তাকিয়ে দেখছি আর ভাবছি
কিছুক্ষণের মধ্যেই সূর্যটা অস্ত যাবে।।।
বিশাল সমুদ্র সফেন কত জঞ্জাল ধুয়ে নিয়ে ঐকুলে নিয়ে ফেলে, আমার সমস্ত অহমিকা, অহংবোধ, ক্রোধ,অশোভন সব চিন্তা নিয়ে যেতে পারোনা? হে বায়ুদেব সখা।।
আমাকে পবিত্র একটা মস্তিষ্ক ও ওষ্ঠাধর দান করো যাতে আমি আয়েশা ও পুত্রসহকে পবিত্র চুম্বন দিতে পারি।।।
ভাবতে ভাবতে আয়েশার দিকে তাকিয়ে বলছি মুচকি হেসে,
পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে বেঁচে থাকা,তাই নয় কি?
প্রিয়তমেষু আয়েশার সঙ্গে চারপায়ে ভেজা।।
সাথে যদি থাকে আমাদের ছোট্ট সাফুয়ান।
আমাদের দুজনের প্রশান্তি!!
নশ্বর জীবনে আর আফসোসের কি বা বাকি থাকে।
আয়েশা দুচোখ ভরে আমার দিকে উদ্দেশহীন ভাবে তাকিয়ে আছে, কিছুই বলছে না। সমুদ্রের নমনীয় ঢেউ এসে আমাদের পায়ের নিচে আত্মসমর্পণ করছে আসামীর মতো।
আয়েশা! প্রিয়তমেষু আয়েশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২০/০৪/২০২৪ভালো লাগলো।
-
পরিতোষ ভৌমিক ২ ১৭/০২/২০২৪চলতে থাকুক এই আয়েশা নামা ।
-
জে এস এম অনিক ১০/০২/২০২৪খুব সুন্দর হয়েছে
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০২/২০২৪বেস্ট
-
আলমগীর সরকার লিটন ০৪/০২/২০২৪সুন্দর
-
ফয়জুল মহী ০৪/০২/২০২৪অনন্য ভাবনার অপরূপ প্রকাশ... মুগ্ধতা ।